Home খবর রাজ্য ২০-তে ২০! এ বারেও রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলেরই

২০-তে ২০! এ বারেও রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলেরই

0
জয়ের উচ্ছাস। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যের ২০টি জেলা পরিষদই দখল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্য ভাবে, দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে ন’টি জেলা পরিষদে খাতাই খুলতে পারেনি বিরোধীরা।

গতবারেও ছিল ২০-তে ২০। এ বারেও থাকলও তাই। ছিল ২০-তে ২০। হলও তাই। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের মতো এ বারেও সব ক’টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। তার মধ্যে ন’টি বিরোধীশূন্য। কারণ, ওই জেলা পরিষদগুলিতে বিরোধীরা ‘খাতা খুলতে’ পারেনি।

বুধবার রাত পর্যন্ত হাতে আসা নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে ৮৮০টি দখল করেছে তৃণমূল। শতকরা হিসেবে ৯৫ শতাংশ।

জেলা পরিষদের মতোই শাসক শিবিরের আধিপত্য বজায় রয়েছে পঞ্চায়েত সমিতিতেও। মোট ৯,৭২৮টি সমিতির মধ্যে তৃণমূল ৭,১২৮, বিজেপি ১,০২১ এবং বাম ১৯৪, কংগ্রেস ২০৫ এবং অন্যান্যরা ২৮৭টিতে এগিয়ে অথবা জয়ী।

বুধবার গণনা শেষে দেখা যায়, এই পঞ্চায়েত ভোটেও গ্রামবাংলার রাজনৈতিক মানচিত্রে বিশেষ বদল এল না। রাজ্য জুড়ে আধিপত্য বজায় রাখল শাসকদল তৃণমূলের। এ বারও উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই দাপট জোড়াফুলের।

জেলা পরিষদের বিস্তারিত ভোট-পরিসংখ্যান দেখুন এখানে: জেলা পরিষদে জয়জয়কার তৃণমূলের, অনেক জায়গায় নিরঙ্কুশ সাফল্য

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version