Home খেলাধুলো ১০ হাজার মিটার দৌড়ে বোঞ্জ অভিষেক পালের, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক

১০ হাজার মিটার দৌড়ে বোঞ্জ অভিষেক পালের, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক

Abhishek Pal in Asian Athletics Championship

এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম দিনে প্রথম পদক এল ভারতের ঘরে। ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন অভিষেক পাল।

সেনা জওয়ান অভিষেক (২৫) এদিন ২৯:৩৩:৩৬ সেকেন্ড দৌড় শেষ করেন।

এ ছাড়া প্রথম দিনে ডেক্টাথলনে নজর কেড়েছেন তেজস্বিন শঙ্কর। ৪১২৪ পয়েন্ট-সহ শীর্ষে থেকে শেষ করেন তিনি। এই ইভেন্টে প্রথম সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

এদিন মহিলাদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারতের অন্নু রানি চতুর্থ স্থানে শেষ করেন। ৫৯.১০ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। চলতি বছরে এটাই তাঁর সেরা পারফরমেন্স। এ বছর এখনও পর্যন্ত একবারও ৬০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি অন্নু।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version