Homeখবররাজ্যউৎসবের আগে রাজ্যে গন্ডগোল বাধানোর চক্রান্ত, সতর্ক থাকার বার্তা রাজ্য পুলিশের

উৎসবের আগে রাজ্যে গন্ডগোল বাধানোর চক্রান্ত, সতর্ক থাকার বার্তা রাজ্য পুলিশের

প্রকাশিত

আগামী সপ্তাহে রাজ্যে দু’টি বড় ধর্মীয় উৎসব রয়েছে। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে গন্ডগোল বাধানোর ষড়যন্ত্র। বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরির চেষ্টার খবর মিলেছে। উৎসবের আগে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য ও কলকাতা পুলিশ।

শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবারই হাওড়ার শ্যামপুর থানায় দু’জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি বাধানোর চেষ্টা করছিলেন।

অভিযোগ অনুযায়ী, মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১) (বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি), ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া), ৩৫৩ (১) ও (২) (উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি) এবং ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায়।

রাজ্যবাসীর প্রতি পুলিশের বার্তা

এডিজি জাভেদ শামিম বলেছেন, ‘‘আগামী ১০ দিন রাজ্যের ধর্মীয় ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদ, রামনবমী, বাসন্তী পুজো-সহ একাধিক ধর্মীয় উৎসব রয়েছে। আমরা সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। কোনও গন্ডগোল বা অশান্তি দেখলেই অবিলম্বে পুলিশকে জানান।’’

রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উৎসবের সময় কেউ যেন গন্ডগোল বাধাতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার বলেন, ‘‘গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কিছু মহল থেকে পরিকল্পনা করা হচ্ছে যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে উস্কানিমূলক পোস্টার বা প্ল্যাকার্ড লাগানোর ছকও জানা গিয়েছে। এছাড়াও ধর্মীয় স্থাপত্যে হামলার পরিকল্পনা রয়েছে।’’

জনসচেতনতার উপর জোর

পুলিশের তরফে সতর্কতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেছেন, ‘‘অশান্তি সৃষ্টির কোনও প্রচেষ্টা সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

রাজ্য পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, সমাজমাধ্যমে কোনও ভুয়ো খবর বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। কোনও ধরনের উস্কানিমূলক কার্যকলাপে জড়াবেন না। শান্তি বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।