Homeখবররাজ্যউৎসবের আগে রাজ্যে গন্ডগোল বাধানোর চক্রান্ত, সতর্ক থাকার বার্তা রাজ্য পুলিশের

উৎসবের আগে রাজ্যে গন্ডগোল বাধানোর চক্রান্ত, সতর্ক থাকার বার্তা রাজ্য পুলিশের

প্রকাশিত

আগামী সপ্তাহে রাজ্যে দু’টি বড় ধর্মীয় উৎসব রয়েছে। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে গন্ডগোল বাধানোর ষড়যন্ত্র। বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরির চেষ্টার খবর মিলেছে। উৎসবের আগে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য ও কলকাতা পুলিশ।

শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবারই হাওড়ার শ্যামপুর থানায় দু’জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি বাধানোর চেষ্টা করছিলেন।

অভিযোগ অনুযায়ী, মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১) (বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি), ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া), ৩৫৩ (১) ও (২) (উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি) এবং ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায়।

রাজ্যবাসীর প্রতি পুলিশের বার্তা

এডিজি জাভেদ শামিম বলেছেন, ‘‘আগামী ১০ দিন রাজ্যের ধর্মীয় ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদ, রামনবমী, বাসন্তী পুজো-সহ একাধিক ধর্মীয় উৎসব রয়েছে। আমরা সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। কোনও গন্ডগোল বা অশান্তি দেখলেই অবিলম্বে পুলিশকে জানান।’’

রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উৎসবের সময় কেউ যেন গন্ডগোল বাধাতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার বলেন, ‘‘গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কিছু মহল থেকে পরিকল্পনা করা হচ্ছে যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে উস্কানিমূলক পোস্টার বা প্ল্যাকার্ড লাগানোর ছকও জানা গিয়েছে। এছাড়াও ধর্মীয় স্থাপত্যে হামলার পরিকল্পনা রয়েছে।’’

জনসচেতনতার উপর জোর

পুলিশের তরফে সতর্কতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেছেন, ‘‘অশান্তি সৃষ্টির কোনও প্রচেষ্টা সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

রাজ্য পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, সমাজমাধ্যমে কোনও ভুয়ো খবর বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। কোনও ধরনের উস্কানিমূলক কার্যকলাপে জড়াবেন না। শান্তি বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।