উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রাজ্যের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হল চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা। শেষ হবে শনিবার। এ বারে রাজ্যে মোট ২২৫০টি সেন্টারের মধ্যে দিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে।
গত ১৯৯২ সাল থেকে রাজ্যে এই বৃত্তি পরীক্ষা চলে আসছে। তবে, কোভিড মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে রাজ্যে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষার আয়োজন করা যায়নি। তবে, ২০২২ সালে আবার সেই পরীক্ষা চালু হয়েছে। গত বছর পরীক্ষা হয়েছিল ১২-১৭ অক্টোবর। মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৫২ হাজার। এ বার সেই বেড়েছে।
মোট পাঁচটি বিভাগে এই পরীক্ষা নেওয়া হয়। বাংলা, অংক, সমাজ বিজ্ঞান, ইংরাজি ও বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়। মূলত প্রাথমিকে পড়ুয়াদের জ্ঞান বাড়ানোর লক্ষে ও আগামী দিনে ভালো পড়ুয়া তৈরির উদ্দেশে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।
বহু আগ্রহে এই পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা। পাশাপাশি, এই পরীক্ষায় নিজেদের ছেলে-মেয়েদের বসাতে পেরে খুশি অভিভাবকেরা।
প্রসঙ্গত, এ দিন বারুইপুর জোনের ৩৮ টি সেন্টারে ৩৩৩৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে। মঙ্গলবার এ বিষয়ে রাজ্য প্রাথমিক উন্নয়ন পর্ষদের বারুইপুর জোনের সভাপতি মঙ্গল মুখোপাধ্যায় প্রথম দিনের পরীক্ষা সম্পর্কে তুলে ধরলেন যাবতীয় তথ্য।
আরও পড়ুন: নিউজক্লিক তদন্তে কেন সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ, কী বলছেন সিপিএম নেতা