Home বিনোদন মুক্তি পেল ‘স্কাই ফোর্স’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অক্ষয়?

মুক্তি পেল ‘স্কাই ফোর্স’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অক্ষয়?

অক্ষয় কুমারের হাতে রয়েছে একের পর এক প্রোজেক্ট। সদ্য মুক্তি পেয়েছে ওএমনজি ২। হাতে রয়েছে ফির হেরা ফিরি সিক্যুয়েল, জলি এলএলবি ৩ থেকে শুরু করে একাধিক প্রোজেক্ট। এইবার মুক্তি পেল ‘স্কাই ফোর্স’-এর টিজার।

0

অক্ষয় কুমারের হাতে রয়েছে একের পর এক প্রোজেক্ট। সদ্য মুক্তি পেয়েছে ওএমনজি ২। হাতে রয়েছে ফির হেরা ফিরি সিক্যুয়েল, জলি এলএলবি ৩ থেকে শুরু করে একাধিক প্রোজেক্ট। এইবার মুক্তি পেল ‘স্কাই ফোর্স’-এর টিজার।

সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে অভিনেতা অক্ষয় কুমার তার নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে অক্ষয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পোস্ট করেছেন এবং ভক্তদের জানিয়েছেন যে সিনেমাটি পরের বছর মুক্তি পাবে।

প্রায় ১ মিনিটের ভিডিওটি ১৯৬৫ সালের যুদ্ধের  আগে ভারতকে হুমকি দেওয়া পাকিস্তানি প্রেসিডেন্টের ভয়েসওভার দিয়ে শুরু হয়।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি পুরনো ক্লিপ দেখানো হয় ভিডিওতে। এরপর ভিডিওতে উল্লেখ করা হয়, ‘ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার না বলা সত্য ঘটনা।’ ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা দিয়েই সিনেমার গল্প শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে ভিডিওতে।

পড়ুন: দেবের জীবনে চড়াই-উৎরাই-এর দিকগুলি কী জানেন? অভিনয়ের প্রশিক্ষণ কীভাবে নিয়েছিলেন অভিনেতা?  

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আজ গান্ধী-শাস্ত্রী জয়ন্তীর দিন। সারা দেশ বলছে – জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসাধন। স্কাই ফোর্স-এর অবিশ্বাস্য গল্প ঘোষণা করার জন্য আজকের চেয়ে ভালো দিন  আর নেই। ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার আমাদের না বলা গল্প। দয়া করে ভালোবাসা দিন। জয় হিন্দ, জয় ভারত।‘

‘স্কাই ফোর্স’ পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স-এর মাধ্যমে বলিউডে অভিষেক হবে বীর পাহাড়িয়ার। সিনেমাটি ২০২৪ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি প্রযোজনা করছে জিও স্টুডিও এবং দীনেশ ভিজান।  চিত্রনাট্য লিখেছেন সন্দীপ কেওলানি। 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version