Homeখবররাজ্যআবারও ফিরছে শীত! ৪ ডিগ্রি নামতে পারে পারদ

আবারও ফিরছে শীত! ৪ ডিগ্রি নামতে পারে পারদ

প্রকাশিত

কলকাতা: ওঠানামা করছে পারদ। কখনও দিনের তাপমাত্রা বাড়ছে, কখনও রাতের। আরও কয়েক দিন আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা দেখতে হবে রাজ্যবাসীকে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ। শীত আর আসর জমাতে পারবে না শহরে। সরস্বতী পুজো অবধি পারদের ওঠানামা চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

এরই মধ্যে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা কমতে চলেছে। শনিবারের (১০ ফেব্রুয়ারি, ২০২৪) মধ্যে রাজ্যে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। কিছুটা ফিরবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী দু’দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করেছে আবার। এর ফলে তাপমাত্রা নামবে। শনিবার কলকাতায় ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে পারদ। অর্থাৎ আগামী কয়েক দিন ঠান্ডা ফিরতে চলেছে। 

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) চার ডিগ্রির মতো কমে যাওয়ার সম্ভাবনা আছে।

ও দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার চাদরে ঢাকবে আগামী পাঁচদিন। বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে মালদহ ও দুই দিনাজপুরে।

আরও পড়ুন: ৪০ আসনের চ্যালেঞ্জ! মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।