Homeখবররাজ্যদিনভর আকাশ মেঘলা, দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

দিনভর আকাশ মেঘলা, দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

প্রকাশিত

কলকাতা: রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সোমবারেও রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা।

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে উধাও গরমের অস্বস্তি। আপাতত সে ভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে। তার পর ফের পরবির্তন হতে পারে আবহাওয়ার।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। আপাতত চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।

রবিবার প্রায় সারা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত এ করম চলবে। আকাশ মেঘলা থাকবে ও মাঝেমধ্যে বৃষ্টি হবে। বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ পেতে বৃহস্পতিবার হয়ে যাবে। এতে কয়েকদিন গরম থেকে স্বস্তি মিলবে।

রাজস্থান থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এই দু’টি কারণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং গোটা পূর্ব ভারত জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দার্জিলিঙে সান্দাকফু ও সিকিমের বেশি উঁচু স্থানগুলিতে তুষারপাতের কারণও এটা।

আরও পড়ুন: বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’ জানিয়ে শিক্ষিকাকে চিঠি আড়িয়াদহের স্কুলের, পরে সংশোধন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।