কলকাতা: শুক্রবার এক ধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা। তবে এই শীতের মেয়াদ যে বেশিদিন নয়, তা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের পরে আর তেমন পারদপতনের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম, ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস, নেতাজি জয়ন্তী, কিংবা প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোয় চেনা শীতের দেখা মিলবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে শীতের মেয়াদ খুব বড়োজোর ২৩ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উষ্ণ থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। অর্থাৎ, আগামী সপ্তাহ থেকে হাওয়া বদল। কার্যত উধাও হবে শীত।
রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে অনুমান। কারণ হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি উত্তরপশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কার্যত আটকে যাবে উত্তুরে হাওয়া। বরং রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। যে কারণে উধাও হবে শীতের আমেজ। সকাল-সন্ধ্যে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।
অন্য় দিকে, রাজ্যের একাধিক জেলাতেও আচমকা পারদ পতন হয়েছে। যেমন, আসানসোলে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সরস্বতী পুজো ২৬ জানুয়ারি, ব্যস্ততা পটুয়া পাড়ায়