কলকাতা: আবারও ফিরছে কনকনে শীত। আগামী দু’তিন দিনের মধ্যেই শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মরশুমে এটিই হতে চলেছে শেষ বড় শৈত্যপ্রবাহ। তবে শীত এখনই বিদায় নিচ্ছে না।
আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে নেমে আসতে পারে। এর ফলে রাজ্যবাসী আবারও শীতের আমেজ উপভোগ করতে পারবেন। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও পারদ বেশি বাড়বে না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আবহবিদদের মতে, শীতকাল ধীরে ধীরে বিদায় নিলেও তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়া খুব ধীর হবে। ফলে বসন্তকালে যেমন মিষ্টি আবহাওয়া থাকে, সেটাই উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।
শহরের তুলনায় গ্রামীণ পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ আরও বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে রাতের দিকে ঠান্ডার আমেজ থাকবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত।
মৌসুমী বায়ুর পরিবর্তন এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণেই আবার শীতের প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঠান্ডা হাওয়া ফেব্রুয়ারির শেষ দিকেও আবহাওয়াকে আরামদায়ক করে রাখবে।
ঠান্ডা আবহাওয়ার জন্য চিকিৎসকরা সতর্ক করেছেন। বিশেষত শিশু ও প্রবীণদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। শীতের পোশাক সঙ্গে রাখার পাশাপাশি খাদ্যাভ্যাসে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

