Homeখবররাজ্যএকই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

বিশ্ব ডায়াবেটিস দিবস ও রসগোল্লা দিবস একই দিনে পালিত হওয়ায় তৈরি হয়েছে মজার বৈপরীত্য। স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি মিষ্টির সাংস্কৃতিক উদ্যাপন — এই দুইয়ের মিলিত দিনে কী বলছেন চিকিৎসকরা?

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার দিনও। এক দিকে বিশ্বের চিকিৎসকরা মানুষকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও সুস্বাস্থ্যের গুরুত্ব বোঝান — বিশ্ব ডায়াবেটিস দিবসের মাধ্যমে। অন্য দিকে ওই দিনেই বাঙালি গর্বের সঙ্গে উদ্‌যাপন করে তার অন্যতম সাংস্কৃতিক পরিচয় — রসগোল্লা দিবস।

১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দিনটি পালনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, জীবনযাপন ও নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরছে। এই দিনে নানা চিকিৎসা-প্রতিষ্ঠান জনসচেতনতা বাড়াতে বিশেষ বার্তা দেয়।

অপর দিকে, ২০১৭ সালে দীর্ঘ টানাপোড়েনের পর বাংলা ‘বাঙলার রসগোল্লা’র জিআই ট্যাগ পায়। সেই বছরই রাজ্য সরকার ১৪ নভেম্বরকে ‘রসগোল্লা দিবস’ হিসাবে ঘোষণা করে। এর পর থেকে দিনটি কলকাতা-সহ গোটা বাংলায় মিষ্টিপ্রেমীদের কাছে উৎসবের সমার্থক হয়ে ওঠে। রসগোল্লা শুধু একটি মিষ্টি নয় — বাঙালির আবেগ, সংস্কৃতি ও উদ্‌যাপনের অনিবার্য অংশ। বিয়ে থেকে শুভক্ষণ — প্রতিটি অনুষ্ঠানের কেন্দ্রে থাকে এই নরম সাদা গোলাটি।

নলেন গুড়ের রসগোল্লা। ছবি ‘X’ থেকে নেওয়া।

এই মিষ্টির উৎসবে যখন শহর ডুবে থাকে, সে সময় চিকিৎসকরা মনে করিয়ে দেন ভারসাম্যের কথা। “শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য ডায়াবেটিস হয় না,” জানালেন ফোর্টিস হাসপাতালের ডাক্তার রচনা মজুমদার। তাঁর মতে, নিয়মিত অতিরিক্ত খাওয়া এবং অনিয়মিত জীবনযাপনই মূল সমস্যা। মাঝে মাঝে রসগোল্লা খাওয়া স্বাস্থ্যবান মানুষের জন্য ক্ষতিকর নয় বলেও তিনি জানিয়েছেন।

বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিওলজিস্ট অঞ্জন সিওটিয়া বলেন, ডায়াবেটিস শুধু রক্তে শর্করার বিষয় নয়, এটি হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখ ও পায়ে জটিলতা তৈরি করতে পারে। “লক্ষ্য হওয়া উচিত জটিলতা প্রতিরোধ”, তিনি বলেন।

নারায়ণা হাসপাতালের সঞ্জয় কে শাহ মনে করিয়ে দেন, ঘন ঘন বেশি চিনি গ্রহণে বাড়ে ওজন ও রক্তে শর্করার মাত্রা এবং শরীরের ইনসুলিন প্রতিরোধক্ষমতা কমে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তিনি বাড়তি সতর্কতা ও রসগোল্লার সিরা ঝরিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এক দিকে স্বাস্থ্যসচেতনতার ডাক, অন্য দিকে সাংস্কৃতিক উদ্‌যাপন — ১৪ নভেম্বর তাই বাঙালির কাছে বৈপরীত্যের মিষ্টি স্মারক।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার কী অবস্থা?

কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাজুড়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।