কলকাতার আইসিসিআরের নন্দলাল বসু গ্যালারিতে শুরু হয়েছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির ২০০তম চিত্র প্রদর্শনী। ২৮ জানুয়ারি শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনী চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত চিত্রকররা তাঁদের শিল্পকর্ম তুলে ধরেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে।
শুধু চিন থেকে শুধুমাত্র এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে এবং তাকে সর্বাঙ্গ সুন্দর করে সাজিয়ে তুলতে ছুটে এসেছেন সস্ত্রীক চিত্রশিল্পী গৌতম সেন।

বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্ণধার কিঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, “পায়ে পায়ে এই প্রদর্শনী আজ ২০০তম সংস্করণে পৌঁছেছে। প্রবীণ ও নবীন শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে।”
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র)। সঙ্গে ছিলেন তাঁর কন্যা ও শিল্পী মৌবনি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই বিশেষ চিত্র প্রদর্শনী দেখতে সাধারণ দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিল্পপ্রেমীদের উৎসাহ ও অংশগ্রহণ প্রদর্শনীর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।