খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন বোনেরা। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন জায়গায় অন্য ধরনের ভাইফোঁটা অনুষ্ঠিত হল। তারই ঝলক আলোকচিত্রী রাজীব বসুর ক্যামেরায়।

মেডিকেল ব্যাংকের উদ্যোগে পথশিশুদের ভাইফোঁটা অনুষ্ঠিত হল শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে।

পাশাপাশি পুলিশকেও ভাইফোঁটা দিল পথশিশুরা।

বৃহস্পতিবার সকালে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে ভাইফোঁটা।

টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস আয়োজিত ভাইফোঁটা উৎসবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নবনীড় বৃদ্ধাশ্রমের ১০০ জন বৃদ্ধা এবং সাংসদ সায়নী ঘোষ, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায-সহ চলচ্চিত্রজগতের শিল্পীদের কাছ থেকে ফোঁটা নেন।
আরও পড়ুন