খবর অনলাইন ডেস্ক: রঙের উৎসব। কোথাও নাম দোল বা কোথাও হোলি। বছরের এই বিশেষ দিনে পরিবার, প্রতিবেশী, বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই। এই উৎসবেরই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন প্রখ্যাত আলোকচিত্রী রাজীব বসু।

হাওড়ার ঘুসুড়িধামে শ্রীশ্যাম মন্দিরে বৃন্দাবনের আদলে হল হোলি খেলা।
আনন্দনগরীতে দোল উৎসবে যোগ দিলেন বলিউড মালাইকা অরোরা।
দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘের বসন্ত উৎসব।
ছুটির দিনে দোল খেলা চলল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে।
শহরের কোনো রাস্তাই বোধহয় বাদ যায়নি রঙের উৎসব থেকে।
শহরের অলিতে গলিতে চললও দোল। সঙ্গে গোপালের পুজো।
শান্তিনিকেতনের আদলে দোল উৎসব পালিত হল কলকাতার গল্ফ গ্রিনে।