দক্ষিণবঙ্গে গরমের মধ্যে আর কিছুদিন কাটাতে হবে বাসিন্দাদের। আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে প্রচণ্ড গরম, পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর, ২০ মার্চ থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ থেকে ২৩ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়ে ৩০-৩১ ডিগ্রির আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে। ফলে দাবদাহের হাত থেকে সাময়িক মুক্তি পেতে পারেন রাজ্যবাসী।
বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ঝড়বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে বৃষ্টি হলেও এপ্রিলের শুরুতে ফের গরমের দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস। তাই এই সাময়িক স্বস্তি কতদিন থাকবে, তা নিয়ে এখনই নিশ্চয়তা নেই। তবে আপাতত ১৯ তারিখ পর্যন্ত গরম সহ্য করতে হবে, তারপরই মিলবে বৃষ্টির ছোঁয়া!