Homeনাটক‘শিল্পভূমি’র ‘ভারতগাঁথা’ মনে করিয়ে দিল স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবের নানা বিস্মৃত কাহিনি...

‘শিল্পভূমি’র ‘ভারতগাঁথা’ মনে করিয়ে দিল স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবের নানা বিস্মৃত কাহিনি  

প্রকাশিত

অজন্তা চৌধুরী

সম্প্রতি কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হল বুদ্ধদেব গুহর উপন্যাসের ছায়া অবলম্বনে তৈরি নাটক ‘ভারতগাঁথা’। নাট্যকার ড. সুকমল মৈত্রের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ করে কলকাতার নাট্যদল ‘শিল্পভূমি’। ‘ভারতগাঁথা’ নাটকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবের প্রেক্ষাপটে নির্মিত।

২০০৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস-এর একদল তরুণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি হয়েছিল কলকাতার নাট্যদল ‘শিল্পভূমি’। এই নাট্যদলের প্রতিষ্ঠাতা ড. সুকমল মৈত্র। পরবর্তী কালে জাতীয় এবং আন্তর্জাতিক স্কলারপ্রাপ্ত মেধাবীরাও যুক্ত হন এই নাট্যদলের সঙ্গে। ‘শিল্পভূমি’ মঞ্চ-নাটকের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পথ-নাটকেও তাদের অবদান রেখেছে। শুধুমাত্র বাংলা ভাষাতেই নয়, হিন্দি ভাষাতেও ‘শিল্পভূমি’র নাটক সারা ভারতে সমাদৃত হয়েছে বহু বার।

ড. সুকমল মৈত্রের নির্দেশনায় ‘শিল্পভূমি’র উল্লেখ্যযোগ্য প্রযোজনাগুলি হল ‘হমারী পহেচন’, ‘রুদ্ধ শৈশব’, ‘আদাব’, ‘সাদাকো’, ‘কোথায় গেল’, ‘লেহরণ কে রাজহংস’ প্রভৃতি। শুরুর সময় থেকেই ‘শিল্পভূমি’ ছোটদের নিয়ে নিয়মিত ‘থিয়েটার ইন এডুকেশন’-এর চর্চা করে আসছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ড. সুকমল মৈত্র এই বিষয়ের ওপর তার পিএইচ. ডি করেছেন এবং ২০১০ সালে ভারতের সংস্কৃতি মন্ত্রক থেকে জাতীয় ফেলোশিপ পেয়েছেন।

ড. সুকমল মৈত্র রচিত ও নির্দেশিত ‘রুদ্ধ শৈশব’ নাটকটি ভারতের বিভিন্ন রাজ্যে তিনটি ভাষায় প্রযোজিত হয়েছে। ‘শিল্পভূমি’ তাদের বিভিন্ন প্রযোজনার জন্য পেয়েছে অসংখ্য পুরস্কার।

২০ ফেব্রুয়ারি তপন থিয়েটারে মঞ্চস্থ ‘ভারতগাঁথা’ নাটকটির পটভূমি মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ‘বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিক আর্মি’র কার্যকলাপের উপরেই রচিত। ভারতের স্বাধীনতার সেই সশস্ত্র আন্দোলনের পর্বে যে মহান স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, যাঁদের অধিকাংশ এখন আমাদের বিস্মৃতির অন্তরালে, সেই  নেতাজি সুভাষচন্দ্র, মাস্টারদা সূর্য সেন, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, দেশনেত্রী লীলা রায়, রামকৃষ্ণ বিশ্বাস প্রমুখ বিপ্লবীদের বিপ্লবী জীবনের অজানা কাহিনি নিয়েই নির্মিত এই ‘ভারতগাঁথা’ নাটক।

একজন অঙ্কের মাস্টারমশাই আর তাঁর অনুগামী অসংখ্য তরুণ-তরুণী কী ভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের কর্মপদ্ধতি, জীবনাচরণ, মূল্যবোধ, আদর্শ সব কিছু নিয়েই নির্মিত এই ‘ভারতগাঁথা’ নাটকটি। আজকের পরিচিত ভারত গঠনের অপরিচিত কারিগরদের ভুলে যাওয়া অজানা গল্পই নিয়েই নাটক ‘ভারতগাঁথা’।

মাস্টারদা সূর্য সেনের ভূমিকায় দেবাশিস দত্তর অভিনয় প্রশংসার দাবি রাখে। বিশেষ ভাবে উল্লেখ করতে হয় ন্যারেটর-এর ভূমিকায় শিল্পী কর, বিনয়ের চরিত্রে ড. সুকমল মৈত্র, দীনেশের চরিত্রে শীর্ষেন্দ্রনাথ চক্রবর্তী এবং ব্রিটিশ জেলারের চরিত্রে প্রসেন ভট্টাচার্যর অভিনয়ের কথা। এ ছাড়াও অভিনয়ে ছিলেন মধুপর্ণা দাস, ঐন্দ্রিলা পাড়ুই, অনিরুদ্ধ ভট্টাচার্য, শান্তনু নস্কর, শিখা দে, রূপকথা চক্রবর্তী প্রমুখ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

‘বালার্ক’র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

নিজস্ব প্রতিনিধি: গত ৬ সেপ্টেম্বর প্যারীমোহন লাইব্রেরির মঞ্চে হয়ে গেল 'বালার্ক' নিমতা প্রযোজিত নাটক...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...