Home অনুষ্ঠান আকাশবাণী কলকাতার ৯৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করল মিউজিক কনসার্ট ‘সুর...

আকাশবাণী কলকাতার ৯৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করল মিউজিক কনসার্ট ‘সুর সঙ্গম’    

সঞ্জয় হাজরা

দিনটা ছিল ২৬ আগস্ট। সাল ১৯২৭। আজ থেকে ঠিক ৯৮ বছর আগে ১ গার্স্টিন প্লেসে উদ্বোধন হয়েছিল আকাশবাণী কলকাতার, ভারতের দ্বিতীয় প্রাচীনতম বেতারকেন্দ্রের। দেখতে দেখতে এতগুলো বছর পার করে এল আকাশবাণী কলকাতা। এক বছর পরেই পা দেবে শততম বর্ষে। সেই আকাশবাণী কলকাতার ৯৮তম বার্ষিকী মঙ্গলবার পালিত হল কলকাতার কলামন্দিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

akashvani kolkata 3 26.08

অনুষ্ঠানের সূচনা করেন প্রসার ভারতীর পূর্বাঞ্চলীয় আকাশবাণী এবং দূরদর্শনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রাজীব ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা বিভাগের অধিকর্তা শুচিস্মিতা রায় এবং আকাশবাণী কলকাতা বিভাগের সহ-অধিকর্তা ও প্রোগ্রাম বিভাগের প্রধান কিংশুক সরকার।

আকাশবাণী কলকাতার বেতার সম্প্রচারের গৌরবময় ৯৮ বছরের অনুষ্ঠানটি নামাঙ্কিত ছিল বিশিষ্ট ও প্রতিশ্রুতিবান শিল্পী সমন্বয়ে মিউজিক কনসার্ট ‘সুর সঙ্গম’ নামে। এতে ছিল বৈচিত্রপূর্ণ ও আকর্ষণীয় সংগীতসম্ভার। ছিল বাদ্যযন্ত্র বাদন, একক রবীন্দ্রসংগীত এবং ফিউশন মিউজিক ও আধুনিক গান পরিবেশন।

রবীন্দ্রসংগীত পরিবেশন করে শ্রোতা-দর্শককে মুগ্ধ করলেন শ্রাবণী সেন। পণ্ডিত রণজিত সেনগুপ্তের সরোদবাদন চিত্ত জয় করল শ্রোতা-দর্শকের। সারেগামাপা ও ইন্ডিয়ান আইডল খ্যাত অনুষ্কা পাত্র তাঁর ফিউশন মিউজিক ও আধুনিক বাংলা সংগীতের ডালি থেকে বেশ কিছু গান অনুষ্ঠানে পরিবেশন করলেন। আকাশবাণী কলকাতা আয়োজিত এই অনুষ্ঠানে প্রবেশ ছিল অবাধ। ফলে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।

ছবি: প্রতিবেদক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version