অজন্তা চৌধুরী
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে গত ২০ মার্চ অনুষ্ঠিত হল ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’। আয়োজনে ছিল ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ, কলকাতা। ভারতীয় নৃত্যের চর্চাকেন্দ্র হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করেছিল ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ। শাস্ত্রীয় নৃত্য, ছৌ নৃত্য-সহ বিভিন্ন লোকনৃত্যের পাশাপাশি সমকালীন নৃত্যধারা, নবনৃত্যকে নিয়ে তাদের নিরন্তন যাপন।
ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ ইতিমধ্যেই উপস্থাপিত করেছেন নানান আঙ্গিকের নৃত্য প্রযোজনা। যেমন রবিঠাকুরের ‘বধূ’, কবিতা অবলম্বনে ‘বেলা যে পড়ে এল জলকে চল’, লোকনৃত্য ছৌ ও গম্ভীরার আঙ্গিকে ‘রুদ্রভৈরব’, পুরুলিয়ার ছৌ নৃত্যের আঙ্গিক ও মুখোশের সমন্বয়ে ‘তাসের দেশ’, আফ্রিকার বর্ণবিদ্বেষ-বিরোধী কবি ল্যাংস্টন হিউসের কবিতা অবলম্বনে ‘সুদূর দক্ষিণে ডিক্সিতে’ এবং আরও অনেক।

২০ মার্চ, রথীন্দ্র মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পরম্পরা নৃত্যোৎসবের শুভ সূচনা করেন স্বনামধন্য ভরতনাট্যম নৃত্যশিল্পী গুরু অনিতা মল্লিক, ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের কর্ণধার ড. শেলী পাল প্রমুখ। উৎসবের প্রথম নিবেদনে ছিল ‘অত্তদীপ’-এর ‘বুদ্ধকারিকা’। পরিচালনায় ছিলেন মধুশ্রী চৌধুরী। এটি মূলত তথাগত বুদ্ধের জীবনাশ্রিত নৃত্যনাটিকা।
এর পর অরিন্দম ব্যানার্জির পরিচালনায় বহরমপুর কলাক্ষেত্র ডান্স গ্রুপ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বধূ’ কবিতা অবলম্বনে ‘অশ্রু নদীর সুদূর পারে’। এ দিনের শেষ নিবেদন ছিল রবীন্দ্রনাথের শিশুতীর্থ অবলম্বনে ‘কলাপী’র এক বিশেষ নৃত্যকাব্য প্রযোজনা। পরিচালনায় ছিলেন সুমিতা নন্দী।