Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ভালোবাসার জাদুকেই তুলে ধরতে চায় বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব  

দুর্গোৎসব ২০২৪: ভালোবাসার জাদুকেই তুলে ধরতে চায় বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব  

প্রকাশিত

চারপাশে শুধু যুদ্ধের আগুন, সংসারে ভাঙন, দেশ ভাঙার, সম্প্রীতি নষ্ট হওয়ার খবরে ভারাক্রান্ত আমাদের মন। চরম মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের প্রত্যেকেরই। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। তাঁর প্রশ্ন কে জোড়া লাগাবে ভাঙা সংসার, ভাঙা দেশ, ভাঙা সম্প্রীতি, ভাঙা মনকে?

এ বছর বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর সামগ্রিক থিম রূপায়ণের দায়িত্বে রয়েছেন অনির্বাণ। ভালোবাসার জাদুকে ঘিরেই এ বছর আবর্তিত বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবার তাদের বিশেষ ভাবনা – ‘ভালোবাসা আলাদিন…।’

থিম প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ বলেন, যুগে যুগে যুদ্ধবাজদের দাপটে বিধ্বস্ত হয়েছে বিশ্ব। মুছে গেছে হাজার হাজার জনপদ। রাজনীতির কারবারিদের কলমের একটা আঁচড়েই একাধিক খণ্ডে খণ্ডিত হয়েছে ভূখণ্ড। দেশের চেয়েও বড়ো হয়ে ওঠে বিদ্বেষের আগুন। আমেরিকার ফেলা পারমাণবিক বোমার আঘাতে হিরোশিমা পরিণত হয় মৃত্যুনগরীতে। র‍্যাডক্লিফ লাইন ভাগ করে দেয় সুজলা সুফলা বঙ্গভূমি। ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষকে বাধ্য হয়ে পাড়ি দিতে হয় ভিন্ন ভূখণ্ডে। সামান্য ফুলকি অচিরেই আগুন ধরায় ভ্রাতৃত্বের বন্ধনে।

অনির্বাণের কথায়, “জমতে থাকে ক্ষত। কিন্তু এত দুঃখের মাঝেও কোন শক্তিতে ভর করে বেঁচে থাকে মানুষ? কোন বিশ্বাসে একে অপরের দিকে বাড়িয়ে দেয় হাত? কীভাবে, কোন জাদুবলে আবার গড়ে ওঠে হিরোশিমা, নাগাসাকি? আমাদের কাছে উত্তর হয়তো একটাই – ভালোবাসা। আলাদিনের মতোই ভালোবাসাই পারে সার্জারি-ওষুধ ছাড়াই ভাঙা সম্পর্ক, ভাঙা মনকে জোড়া লাগাতে।

ভালোবাসা যেন আলাদিনের প্রদীপ। সেই ভালোবাসাকেই এবার থিম করেছে বাঘা যতীন সর্বজনীন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা।

কোথায় এই মণ্ডপ

দক্ষিণ কলকাতায় যাদবপুর থেকে রাজা সুবোধ মল্লিক রোড ধরে গড়িয়ার দিকে গেলে বাঘা যতীন মোড়ের কাছে এই পুজোমণ্ডপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।