Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ভালোবাসার জাদুকেই তুলে ধরতে চায় বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব  

দুর্গোৎসব ২০২৪: ভালোবাসার জাদুকেই তুলে ধরতে চায় বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব  

প্রকাশিত

চারপাশে শুধু যুদ্ধের আগুন, সংসারে ভাঙন, দেশ ভাঙার, সম্প্রীতি নষ্ট হওয়ার খবরে ভারাক্রান্ত আমাদের মন। চরম মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের প্রত্যেকেরই। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। তাঁর প্রশ্ন কে জোড়া লাগাবে ভাঙা সংসার, ভাঙা দেশ, ভাঙা সম্প্রীতি, ভাঙা মনকে?

এ বছর বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর সামগ্রিক থিম রূপায়ণের দায়িত্বে রয়েছেন অনির্বাণ। ভালোবাসার জাদুকে ঘিরেই এ বছর আবর্তিত বাঘাযতীন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবার তাদের বিশেষ ভাবনা – ‘ভালোবাসা আলাদিন…।’

থিম প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ বলেন, যুগে যুগে যুদ্ধবাজদের দাপটে বিধ্বস্ত হয়েছে বিশ্ব। মুছে গেছে হাজার হাজার জনপদ। রাজনীতির কারবারিদের কলমের একটা আঁচড়েই একাধিক খণ্ডে খণ্ডিত হয়েছে ভূখণ্ড। দেশের চেয়েও বড়ো হয়ে ওঠে বিদ্বেষের আগুন। আমেরিকার ফেলা পারমাণবিক বোমার আঘাতে হিরোশিমা পরিণত হয় মৃত্যুনগরীতে। র‍্যাডক্লিফ লাইন ভাগ করে দেয় সুজলা সুফলা বঙ্গভূমি। ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষকে বাধ্য হয়ে পাড়ি দিতে হয় ভিন্ন ভূখণ্ডে। সামান্য ফুলকি অচিরেই আগুন ধরায় ভ্রাতৃত্বের বন্ধনে।

অনির্বাণের কথায়, “জমতে থাকে ক্ষত। কিন্তু এত দুঃখের মাঝেও কোন শক্তিতে ভর করে বেঁচে থাকে মানুষ? কোন বিশ্বাসে একে অপরের দিকে বাড়িয়ে দেয় হাত? কীভাবে, কোন জাদুবলে আবার গড়ে ওঠে হিরোশিমা, নাগাসাকি? আমাদের কাছে উত্তর হয়তো একটাই – ভালোবাসা। আলাদিনের মতোই ভালোবাসাই পারে সার্জারি-ওষুধ ছাড়াই ভাঙা সম্পর্ক, ভাঙা মনকে জোড়া লাগাতে।

ভালোবাসা যেন আলাদিনের প্রদীপ। সেই ভালোবাসাকেই এবার থিম করেছে বাঘা যতীন সর্বজনীন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা।

কোথায় এই মণ্ডপ

দক্ষিণ কলকাতায় যাদবপুর থেকে রাজা সুবোধ মল্লিক রোড ধরে গড়িয়ার দিকে গেলে বাঘা যতীন মোড়ের কাছে এই পুজোমণ্ডপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।