Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: প্রাচীন ভারতের একখণ্ড সময়কে তুলে ধরছে নিউটাউন সার্বজনীন

দুর্গোৎসব ২০২৪: প্রাচীন ভারতের একখণ্ড সময়কে তুলে ধরছে নিউটাউন সার্বজনীন

প্রকাশিত

আশ্বিনের শারদপ্রাতে আলোকমঞ্জির বেজে উঠেছে। আর হাতেগোনা মাত্র কয়েকটা ঘণ্টা। আসছে মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তির পর সূচনা হবে দেবীপক্ষের। এবারের পুজোয় চিত্তাকর্ষক মনবাহারি থিমে মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়েছেন নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তারা।

মহানগরীর পরিচিত দুর্গোৎসবগুলির বৃত্তের খানিক বাইরে নিউটাউন সর্বজনীনের অবস্থান। ফলে পুজোভাবনার দিক থেকে তারা যে ব্যতিক্রম হবে এ তো বলাই বাহুল্য। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর বর্তমান সময়ের মধ্যেই তুলে আনতে চেয়েছে প্রাচীন ভারতের একখণ্ড সময়কে। বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্তের সময়কে। কোন ভারতবর্ষকে তুলে আনতে চেয়েছে তারা? উত্তর হল, শূদ্রকের ভারতবর্ষ, কালিদাসের ভারতবর্ষকে। তাই খানিকটা কাব্যিক ঢঙে তাদের বার্তা – “হায় রে কবে কেটে গেছে, কালিদাসের কাল!/ পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল।”

শিল্পী অনির্বাণ দাস রয়েছেন সামগ্রিক থিমের রূপায়ণের দায়িত্বে। অনির্বাণ জানান, “রবীন্দ্রনাথ তাঁর ‘মেঘদূত’ প্রবন্ধে লিখছেন, ‘… প্রাচীন ভারতখণ্ডটুকুর নদী-গিরি-নগরীর নামগুলিই বা কী সুন্দর! অবন্তী বিদিশা উজ্জয়িনী, বিন্ধ্য কৈলাশ দেবগিরি, রেবা সিপ্রা বেত্রবতী…প্রাচীন ভারত। সে যেন এক রহস্যাবৃত মায়াজগৎ। সেখানে বিরহকাতর যক্ষ রামগিরি পর্বত থেকে মেঘকে প্রেরণ করেন তাঁর প্রিয়ার কাছে। অন্যদিকে, প্রেমিক চারুদত্ত জড়িয়ে যান ঘৃণ্য ষড়যন্ত্রের জালে। প্রাচীন ভারতে সময় যেন বয়ে চলে মন্দাক্রান্তা ছন্দে। হাত-ধরাধরি করে পথ হাঁটে কল্পনা ও বাস্তব’।”

অনির্বাণের কথায়, “সেই প্রাসাদ, রঙ্গালয়, প্রাকারের আলো-আঁধারি মোড়া জগৎ অচিরেই হারিয়ে গিয়েছে কালের নিয়মে। কিন্তু এই ইট-কাঠ-পাথরের প্রাণহীন মহানগরীর মধ্যে যদি তেমনই স্বপ্ননগরী তৈরি হয়? যেখানে একটুকরো প্রাচীন ভারতের রহস্য গাঁথা থাকবে? কেমন হবে তা, এই প্রশ্নই আমরা রাখছি মণ্ডপে আগত দর্শনার্থীদের কাছে।”

কোথায় এই মণ্ডপ

সল্ট লেকের করুণাময়ী থেকে বিশ্ব বাংলা সরণির মোড়ে আসুন। তারপর সোজা ওই সড়ক ধরে পৌঁছে যান অ্যাকশন এরিয়া ১বি-তে বিজি ব্লকে। পৌঁছে যাবেন নিউটাউন সর্বজনীনের মণ্ডপে। সায়েন্স সিটির দিক থেকে ইএম বাইপাস ধরে গেলে চিংড়িহাটা মোড়ের আগেই ফ্লাইওভার ধরে নিন। পড়ুন বিশ্ব বাংলা সরণিতে। এবার সোজা চলে যান অ্যাকশন এরিয়া ১বি-তে। ইএম বাইপাস ধরে উল্টোডাঙার দিক থেকে এলে চিংড়িহাটা মোড়ে এসে বাঁদিকে বিশ্ব বাংলা সরণি ধরে নিন। ব্লকে। পৌঁছে যান নিউটাউন সর্বজনীনের মণ্ডপে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।