দীর্ঘদিন ধরেই ভারতীয় বিজ্ঞানীরা বলে আসছিলেন চাঁদের মাটিতে জল থাকার কথা। এবার চাঁদের মাটি থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে সেই দাবিতে সিলমোহর দিলেন চিনা বিজ্ঞানীরা।
চিনের চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, চিনের Chang’e-5 চন্দ্রাভিযান চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে। সেই নমুনা পরীক্ষা করে চাঁদের মাটিতে জল থাকার প্রমাণ মিলেছে। চিনা বিজ্ঞানীরা দাবি করেন Chang’e-5 চন্দ্রাভিযানে সংগৃহীত নমুনায় ‘হাইড্রেটেড মিনারেল’ বা খনিজ পদার্থে জলের অণু আছে।
চিনের বেজিং ন্যাশনাল ল্যাবরেটরি ফর কনডেন্সড ম্যাটার ফিজিক্স, দ্য ইনস্টিটিউট অফ ফিজিক্স অফ সিএএস ও চিনের নানান বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এই গবেষণা চালান। গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘নেচার অ্যাস্ট্রোনমি’ (Nature Astronomy) জার্নালে। চিনা বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটির অধিকাংশ জায়গায় এই হাইড্রেটেড খনিজ পদার্থের হদিশ মিলেছে। চিন চাঁদের মাটির এমন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছিল যেখানে জলের অণু থাকতে পারে না বলে মনে করা হয়েছিল।
২০০৯ সালে ভারতের প্রথম চন্দ্রাভিযানে সূর্যালোকিত এলাকায় চাঁদের মাটিতে জল থাকার প্রমাণ মিলেছিল। ভারতীয় বিজ্ঞানীরা চাঁদের মাটিতে জল থাকার দাবি করেছিলেন। তবে তাঁরা চাঁদের মাটি পরীক্ষাগারে পরীক্ষা করেননি। ইমেজ স্পেকট্রোমিটার মুন মিনারেলজি ম্যাপারের মাধ্যমে ২০২০ সালে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও চাঁদের মাটিতে জল থাকার প্রমাণ পায়। এবার চিনা বিজ্ঞানীদের দাবি নাসা ও ভারতীয় বিজ্ঞানীদের দাবিকেই স্বীকৃতি দিল।
আরও পড়ুন
চাঁদ নিজেই থাকার ব্যবস্থা করে রেখেছে, চাঁদের মাটিতে গুহার আবিষ্কার বিজ্ঞানীদের