Homeবিজ্ঞান'ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়', মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

প্রকাশিত

মহাকাশ বরাবরই কৌতূহল জাগায়, বিশেষ করে শিশুদের মনে। আর সেই কৌতূহল আরও বেড়ে গেল যখন লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সরাসরি কথা বলার সুযোগ পেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লর সঙ্গে।

ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে ISS-এ পৌঁছেছেন শুক্ল। তিনি বর্তমানে Axiom Mission 4-এ অংশগ্রহণ করছেন। ছাত্রছাত্রীরা তাঁকে প্রশ্ন করলেন—মহাকাশে ঘুম কেমন? কী খাওয়া হয়? কেউ অসুস্থ হলে কী হয়? শরীর কীভাবে অভিযোজিত হয় মহাকাশে এবং কীভাবে পৃথিবীতে ফিরে সেই অভিযোজন ঘটে?

উত্তরে শুক্ল জানালেন, “মহাকাশে মেঝে বা ছাদ বলে কিছু নেই। কেউ দেওয়ালে ঘুমায়, কেউ আবার ছাদে! ঘুমের পরে যাতে কোথাও ভেসে না যাই, তাই আমাদের ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়।”

খাবার নিয়ে প্রশ্নে তিনি বলেন, বেশিরভাগ খাবারই প্রি-প্যাকেজড। তবে বিভিন্ন পছন্দের খাবারও নেওয়া যায়। তিনি নিজে গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া ও আমরাস নিয়ে গিয়েছেন মহাকাশে।

মহাকাশে শরীর ফিট রাখতে কী করেন? এর উত্তরে শুক্ল বলেন, “মাইক্রোগ্র্যাভিটিতে পেশি দুর্বল হয়ে পড়ে, তাই ব্যায়াম অত্যন্ত জরুরি। সাইকেল চালাই, যদিও সাইকেলে সিট নেই! নিজেকে বেল্টে বেঁধে ব্যায়াম করতে হয়।”

ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র থাকে। মানসিক চাপও থাকে, তবে পরিবার-পরিজনের সঙ্গে ভিডিও কলের সুযোগ থাকায় অনেকটা হালকা লাগে। অবসর সময়ে খেলাধুলো কিংবা পৃথিবীকে বাইরের জানলা দিয়ে দেখা, এগুলোই হয় সবচেয়ে আনন্দের মুহূর্ত।

এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের (গগনযান) অংশগ্রহণকারী গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। তিনি বলেন, “আগামী কয়েক দশক ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে তোমাদের।”

এক ছাত্র জানায়, “শুধু মহাকাশ নয়, বিজ্ঞান ও গবেষণার প্রতি উৎসাহ দিল এই অনুষ্ঠান। মহাকাশে চাকরি মানেই শুধু নভোচারী হওয়া নয়, বৈজ্ঞানিক বা পরীক্ষামূলক পাইলট হয়েও এই জগতে প্রবেশ সম্ভব।”

সব মিলিয়ে এই ‘বিধ্যার্থী সংবাদ কর্মসূচি’-তে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত এবং ভবিষ্যতের স্বপ্ন দেখতে প্রস্তুত। মহাকাশ যে শুধুই দূরের এক রহস্য নয়, তা বুঝিয়ে দিল শুভাংশু শুক্ল-র সরাসরি সংলাপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।

সূর্যের শক্তি কি এবার হাতের মুঠোয়? বিশ্বের শক্তিশালীতম চুম্বক জোড়া লাগাতে প্রস্তুত ভারত-সহ ৩০ দেশ

ভারত সহ ৩০টি দেশের বিজ্ঞানীরা মিলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুম্বক নির্মাণে যুক্ত হয়েছেন। নিউক্লিয়ার ফিউশন প্রকল্প ITER-র কাজ চলছে দক্ষিণ ফ্রান্সে।