সোমবার মধ্যরাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র সর্বাধুনিক যোগাযোগ স্যাটেলাইট GSAT-N2 (বা GSAT-20) মহাকাশে যাত্রা করল। এই স্যাটেলাইট দেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করবে এবং যাত্রীবাহী বিমানগুলিতে ‘ইন-ফ্লাইট ইন্টারনেট’ পরিষেবা দেবে। এলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স (SpaceX)-এর Falcon 9 রকেটে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে এটির উৎক্ষেপণ হয়।
GSAT-N2 একটি ৪,৭০০ কিলোগ্রামের সম্পূর্ণ বাণিজ্যিক স্যাটেলাইট, যার মিশনের আয়ু হল ১৪ বছর। এটি প্রথমবার ISRO-র তরফে SpaceX-এর Falcon 9 রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হল। ভারতের বাণিজ্যিক মহাকাশ সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এর সঙ্গে যৌথ ভাবে এই উৎক্ষেপণ হল। এছাড়া, GSAT-N2 প্রথমবার শুধুমাত্র উন্নত Ka ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে, যা উচ্চতর ব্যান্ডউইডথ সরবরাহে সক্ষম।
উৎক্ষেপণের জন্য Falcon 9 B-5 রকেট ব্যবহার করা হয়েছে, যেটি ৭০ মিটার লম্বা এবং ওজন প্রায় ৫৪৯ টন। এই দুই-স্তরের লঞ্চ ভেহিকল ৮,৩০০ কিলোগ্রাম পর্যন্ত জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে এবং ২২,৮০০ কিলোগ্রাম পর্যন্ত লো আর্থ অরবিটে বহন করতে পারে। Falcon 9 একটি আংশিক পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা উৎক্ষেপণের পরে প্রথম স্তরকে আটলান্টিক মহাসাগরে অপেক্ষারত ড্রোন জাহাজে অবতরণ করে। এটি Falcon 9-এর প্রথম স্তরের ১৯তম উৎক্ষেপণ।
GSAT-20 has been successfully placed into Geostationary Transfer Orbit! 💫 #ISRO
— ISRO Spaceflight (@ISROSpaceflight) November 18, 2024
Thanks for the ride @SpaceX! ❤️pic.twitter.com/C9ddoT2CGH
ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে।