Home বিজ্ঞান ইলন মাস্কের সংস্থার রকেটে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো, জানুন কী সুবিধা মিলবে

ইলন মাস্কের সংস্থার রকেটে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো, জানুন কী সুবিধা মিলবে

সোমবার মধ্যরাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র সর্বাধুনিক যোগাযোগ স্যাটেলাইট GSAT-N2 (বা GSAT-20) মহাকাশে যাত্রা করল। এই স্যাটেলাইট দেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করবে এবং যাত্রীবাহী বিমানগুলিতে ‘ইন-ফ্লাইট ইন্টারনেট’ পরিষেবা দেবে। এলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স (SpaceX)-এর Falcon 9 রকেটে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে এটির উৎক্ষেপণ হয়।

GSAT-N2 একটি ৪,৭০০ কিলোগ্রামের সম্পূর্ণ বাণিজ্যিক স্যাটেলাইট, যার মিশনের আয়ু হল ১৪ বছর। এটি প্রথমবার ISRO-র তরফে SpaceX-এর Falcon 9 রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হল। ভারতের বাণিজ্যিক মহাকাশ সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) এর সঙ্গে যৌথ ভাবে এই উৎক্ষেপণ হল। এছাড়া, GSAT-N2 প্রথমবার শুধুমাত্র উন্নত Ka ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে, যা উচ্চতর ব্যান্ডউইডথ সরবরাহে সক্ষম।

উৎক্ষেপণের জন্য Falcon 9 B-5 রকেট ব্যবহার করা হয়েছে, যেটি ৭০ মিটার লম্বা এবং ওজন প্রায় ৫৪৯ টন। এই দুই-স্তরের লঞ্চ ভেহিকল ৮,৩০০ কিলোগ্রাম পর্যন্ত জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে এবং ২২,৮০০ কিলোগ্রাম পর্যন্ত লো আর্থ অরবিটে বহন করতে পারে। Falcon 9 একটি আংশিক পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা উৎক্ষেপণের পরে প্রথম স্তরকে আটলান্টিক মহাসাগরে অপেক্ষারত ড্রোন জাহাজে অবতরণ করে। এটি Falcon 9-এর প্রথম স্তরের ১৯তম উৎক্ষেপণ।

ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version