ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন কে দিন বাড়ছে। দিনের পর দিন বাড়ছে স্মার্টফোন বিক্রি। ২০২৪-২৫ আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে ভারতে ৪৬ মিলিয়ন অর্থাৎ ৪৬০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC)। সংস্থাটি সম্প্রতি চলতি আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে মোবাইল ফোন শিপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।
সেই রিপোর্টে দেখা গিয়েছে, উল্লেখিত সময় ভারতে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে চিনা সংস্থা ভিভো (Vivo)। ভিভোর পরে তালিকায় আছে আর-এক চিনা সংস্থা ওপো (Oppo)। স্মার্টফোন বিক্রিতে বেশ খারাপ ফল করে তালিকায় তৃতীয় স্থানে আছে স্যামসাং (Samsung)।
আইডিসি তাদের রিপোর্টে বলেছে, ভিভো এই মুহূর্তে ভারতীয় স্মার্টফোন মার্কেটের ১৫.৮% দখল করে এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ওপো, যাদের মার্কেট শেয়ার ১৩.৯%। গত বছরের তুলনায় ৪৭.৬ শতাংশ বিক্রি বেড়েছে ওপো-র। আর স্যামসাং-এর মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ১২.৩%-এ।