Homeবিজ্ঞানসুনীতাদের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই নাসার অভিযান

সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই নাসার অভিযান

প্রকাশিত

সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই মহাকাশে রওনা দেবে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার ক্রু ৯ মিশন। নাসার কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের কমপ্লেক্স ৪০ লঞ্চ প্যাড থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাকাশে পাঠানো হবে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন মহাকাশ যান। এতে চেপেই সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।

গত জুন মাসে ৮ দিনের একটা অভিযানে স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যান দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার ড্রাগন মহাকাশযানে চেপে যাত্রা করবেন নাসার মহাকাশচারী নিক হগ আর রসকসমসের মহাকাশচারী আলেকজান্দ্র গর্বুনভ। কমান্ডারের দায়িত্ব পালন করবেন নিক। আগামী ফেব্রুয়ারিতে সুনীতা এবং বুচকে নিয়ে ফিরে আসবেন নিক এবং গর্বুনভ।

এদিকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আটকে পড়া সুনীতা উইলিয়ামস আপাতত মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের আট দিনের অভিযানের মেয়াদ বেড়ে আট মাস হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।

নাসা জানিয়েছে, রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সুনীতার হাতে তুলে দিয়েছেন। মহাকাশকেন্দ্রে প্রায় এক বছর কাটালেন কোনোনেনকো। রুশ মহাকাশচারীর এবার পৃথিবীতে ফেরার পালা। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরবেন নিকোলাই চুব আর ট্রেসি সি ডাইসন।

এরই মধ্যে দু’ দফায় ৪৩১ দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন সুনীতা উইলিয়ামস। এ নিয়ে তিনি দ্বিতীয়বার আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাবেন। ১২ বছর আগে তিনি প্রথমবার এই কমান্ডারের দায়িত্ব সামলেছিলেন। কমান্ডার হিসেবে সুনীতা উইলিয়ামসের কাঁধে এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের সুরক্ষার দায়িত্ব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।