Home বিজ্ঞান রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে ৪ বাঙালি বিজ্ঞানী-সহ ৩৩ জন বিজ্ঞানী সম্মানিত...

রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে ৪ বাঙালি বিজ্ঞানী-সহ ৩৩ জন বিজ্ঞানী সম্মানিত  

0
(বাঁদিক থেকে) অধ্যাপক রাহুল মুখার্জি, অধ্যাপক নবকুমার মণ্ডল, অধ্যাপক উর্বশী সিনহা এবং অধ্যাপক বাপ্পি পাল।

এবছর ৩৩ জন বিজ্ঞানীকে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারে সম্মানিত করা হল। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব-শান্তি স্বরূপ ভাটনগর এবং বিজ্ঞান টিম – এই চারটি বিভাগে বিশিষ্ট বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ৪ জন বাঙালি বিজ্ঞানী। সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননীয় বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেস ইনফরমেশন ব্যুরোর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো ক্ষেত্রে আজীবন অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের জন্য রয়েছে বিজ্ঞান রত্ন পুরস্কার৷ প্রথমবারের বিজ্ঞান রত্ন পুরস্কার পেলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভন। ভারতে আণবিক জীববিজ্ঞান এবং জৈবপ্রযুক্তি গবেষণার পথিকৃৎ অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশিষ্ট অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের দেওয়া হয়েছে বিজ্ঞান শ্রী পুরস্কার৷ মোট ১৩ জন বিজ্ঞানীকে নিজ নিজ ক্ষেত্রে তাদের যুগান্তকারী গবেষণার জন্য এই বিজ্ঞান শ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক রাহুল মুখোপাধ্যায় ও অধ্যাপক নবকুমার মণ্ডল।

science awards 01.09 1

সম্মানিত বিজ্ঞানীদের সঙ্গে রাষ্ট্রপতি। ছবি সৌজন্যে পিআইবি।

অধ্যাপক রাহুল মুখোপাধ্যায় কলকাতার আইআইএমের পরিসংখ্যানবিদ্যার প্রাক্তন অধ্যাপক। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির এমেরিটাস বিজ্ঞানী। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, জে সি বোস ন্যাশনাল ফেলোশিপ, মহালনবিশ ইন্টারন্যাশনাল পুরস্কার-সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডিয়ান সায়েন্স অ্যাকাডেমির বিজ্ঞানী নবকুমার মণ্ডল সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের রাজা রামান্না ফেলো। ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ সায়েন্সেস অফ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ডের ফেলো অধ্যাপক নবকুমার মণ্ডল।

বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য বিজ্ঞান যুব-এসএসবি (শান্তি স্বরূপ ভাটনগর) পুরস্কারটি প্রদান করা হয়েছে৷ এই পুরস্কার দেওয়া হয়েছে ১৮ জন বিজ্ঞানীকে। এঁদের পুরস্কার দেওয়া হয়েছে বিভিন্ন ব্যতিক্রমী বিষয়ে গবেষণা ও অবদানের জন্য। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে – ভারত মহাসাগরের উষ্ণায়ন এবং এর পরিণতি সম্পর্কিত গবেষণা থেকে শুরু করে দেশীয় ফাইভ-জি বেস স্টেশনের বিকাশ এবং কোয়ান্টাম মেকানিক্স ঘিরে যোগাযোগ এবং নির্ভুল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ইত্যাদি। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন রামন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক উর্বশী সিনহা এবং ন্যাশনাল ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপ্পি পাল।

বিজ্ঞান টিম অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো ক্ষেত্রে যুগান্তকারী গবেষণায় অবদান রাখার জন্য। এবার এই পুরস্কারটি দেওয়া হয়েছে চন্দ্রযান ৩-এর টিমকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান ৩ ল্যান্ডারের সফল অবতরণের জন্য।

আরও পড়ুন

সুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version