Homeবিজ্ঞানচাঁদ নিজেই থাকার ব্যবস্থা করে রেখেছে, চাঁদের মাটিতে গুহার আবিষ্কার বিজ্ঞানীদের

চাঁদ নিজেই থাকার ব্যবস্থা করে রেখেছে, চাঁদের মাটিতে গুহার আবিষ্কার বিজ্ঞানীদের

প্রকাশিত

চাঁদের মাটিতে মানুষের পা আগেই পড়েছে। কিন্তু শুধু চন্দ্রাভিযানে যাওয়াই নয় চাঁদে দীর্ঘ সময় ধরে থাকার বিষয় নিয়েও চিন্তিত বিজ্ঞানীরা। তবে চাঁদের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে আলাদা। তাই সেখানে দীর্ঘ মেয়াদে থাকার জন্য বিশেষ রকম ব্যবস্থা থাকতে হবে। কিন্তু সাম্প্রতিক আবিষ্কারে জানা গেছে চাঁদের মাটিতে থাকার ব্যবস্থা চাঁদ নিজেই করে রেখেছে। 

আদিম মানুষ গুহায় থাকত। বিজ্ঞানীরা চাঁদেও সেরকম গুহার খোঁজ পেয়েছেন চাঁদের মাটিতে। তবে এই গুহা পাহাড়ের খাঁজে নয় চাঁদের মাটিতে কিছুটা তলায় রয়েছে। ৫৫ বছর আগে অ্যাপলো ১১ চেপে চাঁদের মাটিতে যেখানে আমেরিকার মহাকাশচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন নেমেছিলেন সেখানে থেকে ৪০০ কিলোমিটার দূরে প্রায় ১০০ মিটার মাটির তলায় বিস্তৃত এলাকা জুড়ে গুহার খোঁজ মিলেছে। ইতালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয়ের ২ গবেষক চাঁদের ‘Mare Tranquillitatis (Sea of Tranquility)’ নামক জায়গায় মাটির তলায় গুহার খোঁজ পান। নাসার Lunar Reconnaissance Orbiter এর র্যাডারের সাহায্যে মাপজোক করেন গবেষকরা। তাঁদের গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে Nature Astronomy নামক জার্নালে। 

এই প্রথম চাঁদের মাটিতে গুহার খোঁজ মিলল। বিজ্ঞানীদের অনুমান, এমন একটা নয় শতাধিক গুহা রয়েছে চাঁদের মাটিতে। বহু কোটি বছর আগে চাঁদের মাটিতে এমন গুহা তৈরি হয়। তখন চাঁদে অগ্নুৎপাত হত। সে সময় গলিত লাভাস্রোত জমাট বেঁধে এই গুহা তৈরি হয়। গুহায় যে গর্ত বা খোলা মুখ ধরে পৌঁছতে হবে সেটি সোজা নেমে গেছে। লিফট বা দড়ি বেয়ে নীচে নামতে হবে।

নাসা চাঁদের মাটিতে দীর্ঘ সময় মানুষের বসবাসের জন্য লুনার বেস তৈরির পরিকল্পনা করেছে। রাশিয়া, চিনের মতো মহাকাশ বিজ্ঞানে এগিয়ে থাকা অনেক দেশই চাঁদের মাটিতে স্থায়ী বসবাসের ব্যবস্থা পাকা করতে চাইছে। এই পরিস্থিতিতে গুহার খোঁজ নিঃসন্দেহে বিজ্ঞানীদের নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।