Homeবিজ্ঞানতামিলনাড়ুর উপকূলে খোঁজ মিলল নয়া প্রজাতির ইল মাছের!

তামিলনাড়ুর উপকূলে খোঁজ মিলল নয়া প্রজাতির ইল মাছের!

প্রকাশিত

তামিলনাড়ুর থোট্টুকুড়ি উপকূলে নয়া প্রজাতির ইল মাছের সন্ধান পাওয়া গেছে। মাছের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘Ariosoma tamilicum’। আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের বিজ্ঞানীরা নয়া প্রজাতির ইল মাছের সন্ধান পেয়েছেন।

আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের অধিকর্তা টি টি অজিত জানান, ‘মোহনা থেকে মাছের নমুনা সংগ্রহর সময় স্থানীয় মৎস্যজীবীরা অনুরোধ জানান যদি মাছের প্রজাতির নতুন হয় তবে তামিল সংস্কৃতি এবং ভাষার প্রতি সম্মান জানাতে যেন তামিল নাম রাখা হয়। বিভিন্ন রকমের পরীক্ষার পর যখন দেখা যায় মাছের প্রজাতি নতুন তখন সিদ্ধান্ত নেওয়া হয় এর বৈজ্ঞানিক নাম দেওয়া হবে Ariosoma tamilicum।’

আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের পি কোদিশ্বরন, স্ম্রুতিরেখা আচার্য, অনিল মহাপাত্র ও টি টি অজিতের মতো ৪ বিজ্ঞানী মিলে গবেষণা চালান। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Zootaxa নামক আন্তর্জাতিক জার্নালে। বিজ্ঞানী পি কোদিশ্বরন জানান, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর থোট্টুকুড়ি উপকূলে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে নয়া প্রজাতির ইল মাছ। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে থোট্টুকুড়ি মাছ সংগ্রহ কেন্দ্র। 

ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের আর জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা ইল মাছের নমুনা মরফোলজিক্যাল পরীক্ষা, স্কেলিটন রেডিওগ্রাফি ও মলিকিউলার পরীক্ষা করে নিশ্চিত হন এটা একেবারে আলাদা নতুন প্রজাতির ইল মাছ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।