Homeবিজ্ঞানভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

প্রকাশিত

পেঁয়াজ— রান্নাঘরের অপরিহার্য এক সবজি। কাঁচা হোক বা রান্না করা, খাবারের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিন্তু এই পেঁয়াজ কাটতে গেলেই শুরু হয় বিপত্তি। চোখ জ্বালা, নাক দিয়ে জল, মুখে অস্বস্তি— এই অভিজ্ঞতা সকলেরই পরিচিত। এবার সেই রহস্যের জট খুললেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষকরা।

গবেষণায় তাঁরা দেখেছেন, পেঁয়াজ কাটার সময় যে ঝাঁজালো গন্ধ ও এরোজল (aerosol) তৈরি হয়, সেটিই চোখে জ্বালাভাব ও জল আসার মূল কারণ।

গবেষণা পরিচালনা করেছেন চার বিজ্ঞানী — জিজুয়ান ইউ, আলিরেজা হুশানজিনেজাদ, উইলুন ওয়াং এবং সুংউয়ান জং। তাঁরা পেঁয়াজ কাটার সময় ছুরি ও পেঁয়াজের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

তাঁদের মতে, পেঁয়াজের খোসা কাটতে গেলেই প্রথমে নির্গত হয় এক ধরনের ঝাঁজালো গন্ধবিশিষ্ট এরোজল, যা চোখে জ্বালা তৈরি করে। এরপর নির্গত হয় তরল উপাদান। আশ্চর্যের বিষয়, ভোঁতা ছুরি দিয়ে পেঁয়াজ কাটলে এই ঝাঁজালো এরোজল অনেক বেশি পরিমাণে দ্রুত বেরিয়ে আসে, কারণ খোসায় বেশি চাপ পড়ে। ফলে গন্ধ বাতাসে ছড়িয়ে গিয়ে চোখ ও নাকের স্নায়ুতে প্রভাব ফেলে, যার ফল— চোখের জল।

অন্যদিকে, ধারালো ছুরি দিয়ে কাটলে পেঁয়াজের কোষে কম চাপ পড়ে, ফলে ঝাঁজালো গন্ধ কম নির্গত হয়, আর চোখে জলও আসে কম।

বিজ্ঞানীদের মতে, এই এরোজল মূলত “lachrymatory factor” নামের এক রাসায়নিক যৌগ, যা বাতাসে মিশে গেলে চোখের সংবেদনশীল স্তরে প্রভাব ফেলে এবং অশ্রুগ্রন্থিকে উত্তেজিত করে।

তাই, তাঁদের পরামর্শ—“যাঁরা রান্নাঘরে নিয়মিত পেঁয়াজ কাটেন, তাঁরা সবসময় ধারালো ছুরি ব্যবহার করুন। এতে চোখের জল কমবে, আর কাজও হবে দ্রুত।”

আরও পড়ুন: পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।