Homeবিজ্ঞানভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

প্রকাশিত

পেঁয়াজ— রান্নাঘরের অপরিহার্য এক সবজি। কাঁচা হোক বা রান্না করা, খাবারের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিন্তু এই পেঁয়াজ কাটতে গেলেই শুরু হয় বিপত্তি। চোখ জ্বালা, নাক দিয়ে জল, মুখে অস্বস্তি— এই অভিজ্ঞতা সকলেরই পরিচিত। এবার সেই রহস্যের জট খুললেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষকরা।

গবেষণায় তাঁরা দেখেছেন, পেঁয়াজ কাটার সময় যে ঝাঁজালো গন্ধ ও এরোজল (aerosol) তৈরি হয়, সেটিই চোখে জ্বালাভাব ও জল আসার মূল কারণ।

গবেষণা পরিচালনা করেছেন চার বিজ্ঞানী — জিজুয়ান ইউ, আলিরেজা হুশানজিনেজাদ, উইলুন ওয়াং এবং সুংউয়ান জং। তাঁরা পেঁয়াজ কাটার সময় ছুরি ও পেঁয়াজের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

তাঁদের মতে, পেঁয়াজের খোসা কাটতে গেলেই প্রথমে নির্গত হয় এক ধরনের ঝাঁজালো গন্ধবিশিষ্ট এরোজল, যা চোখে জ্বালা তৈরি করে। এরপর নির্গত হয় তরল উপাদান। আশ্চর্যের বিষয়, ভোঁতা ছুরি দিয়ে পেঁয়াজ কাটলে এই ঝাঁজালো এরোজল অনেক বেশি পরিমাণে দ্রুত বেরিয়ে আসে, কারণ খোসায় বেশি চাপ পড়ে। ফলে গন্ধ বাতাসে ছড়িয়ে গিয়ে চোখ ও নাকের স্নায়ুতে প্রভাব ফেলে, যার ফল— চোখের জল।

অন্যদিকে, ধারালো ছুরি দিয়ে কাটলে পেঁয়াজের কোষে কম চাপ পড়ে, ফলে ঝাঁজালো গন্ধ কম নির্গত হয়, আর চোখে জলও আসে কম।

বিজ্ঞানীদের মতে, এই এরোজল মূলত “lachrymatory factor” নামের এক রাসায়নিক যৌগ, যা বাতাসে মিশে গেলে চোখের সংবেদনশীল স্তরে প্রভাব ফেলে এবং অশ্রুগ্রন্থিকে উত্তেজিত করে।

তাই, তাঁদের পরামর্শ—“যাঁরা রান্নাঘরে নিয়মিত পেঁয়াজ কাটেন, তাঁরা সবসময় ধারালো ছুরি ব্যবহার করুন। এতে চোখের জল কমবে, আর কাজও হবে দ্রুত।”

আরও পড়ুন: পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।