Home কেনাকাটা ভারতের বাজারে এআই ফিচারযুক্ত ল্যাপটপ আনল Acer

ভারতের বাজারে এআই ফিচারযুক্ত ল্যাপটপ আনল Acer

0

ল্যাপটপপ্রেমীদের জন্য সুখবর। এসার ক্রোমবুক প্লাস ১৪ (Acer Chromebook Plus 14) এবং এসার ক্রোমবুক প্লাস ১৫ (Acer Chromebook Plus 15) ল্যাপটপ ভারতের বাজারে আনল এসার। এসার ক্রোমবুক প্লাস ১৪ ও ১৫ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৫,৯৯০ টাকা থেকে। এই ক্রোমবুক প্লাস ল্যাপটপ দুটিতে গুগল জেমিনি এআই ফিচার রয়েছে।

এসার ক্রোমবুক প্লাস ১৪-তে ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে। এসার ক্রোমবুক প্লাস ১৫ মডেলে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এআই ফিচারের মধ্যে গুগল ফোটোজ ম্যাজিক ইরেজার, ফাইল সিঙ্ক, ওয়ালপেপার জেনারেশন, এআই তৈরি ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং অ্যাডোবি ফটোশপ রয়েছে।

এসার ক্রোমবুক প্লাস ১৪ ও ১৫ ল্যাপটপগুলিতে ইন্টেল এবং এএমডি প্রসেসর রয়েছে। সমস্ত মডেল ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত পিসিআই এনভিএমই এসএসডি-সহ পাওয়া যাবে। এই দুই ল্যাপটপে ডুয়েল ডিটিএস স্পিকার রয়েছে।  দুটি ইনবিল্ট মাইক্রোফোন এবং একটি ফুল এইচডি ওয়েবক্যাম রয়েছে।

এ ছাড়া দুটি এসার ক্রোমবুক প্লাস মডেলে লেটেস্ট ওয়্যারলেস ওয়াই-ফাই ৬ই সাপোর্ট রয়েছে। ব্লুটুথ ৫.৩ সাপোর্টও রয়েছে। ক্রোমবুকের ২টি মডেলেই ৫৩ ওয়াট আওয়ার ৩-সেল লি-আয়ন ব্যাটারি রয়েছে যাতে খুব তাড়াতাড়ি চার্জ হবে। এসার ক্রোমবুক প্লাস ১৪ একবার চার্জে ১১ ঘন্টা অবধি চলবে আর প্লাস ১৫ মডেল একবার চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন আনল Motorola

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version