Home কেনাকাটা দোল বা হোলি স্পেশাল এই আইটেমগুলি কিনতে পারেন ৫০০ টাকার মধ্যে

দোল বা হোলি স্পেশাল এই আইটেমগুলি কিনতে পারেন ৫০০ টাকার মধ্যে

আর মাত্র কয়েকটা দিন পরেই দোল বা হোলি উৎসব। পুরাকাল থেকে ভারতবর্ষের আনাচে-কানাচে দোল বা হোলি উৎসব মহাসমারোহে পালন হয়। এই দিনটি নিয়ে প্রায় প্রত্যেকের মধ্যেই উৎসাহের যেন অন্ত থাকে না। তবে পুরো দেশের থেকে দোল উৎসব বিশেষ চেহারায় ধরা পড়ে মধুরা ও বৃন্দাবনে।

কিন্তু দোল বা হোলির দিনে রঙের সঙ্গে বাকি সাজ-সরঞ্জাম যে রাখতে হবে। এই যেমন ঘর সাজানোর টুকিটাকি জিনিস থেকে আরও অনেক কিছু।

বরং জেনে নেওয়া যাক কী কী কিনবেন দোল বা হোলি উৎসব উপলক্ষে। 

১। জেস্ট ফোর ন্যাচারাল অরগেনিক কালারস-

এই রংটি ব্যবহার করতে পারবেন ৩ বছর ও তার উর্ধে। ত্বকের জন্য এই রংটি খুবই ভালো।

দাম- ৩৯৯ টাকা।

২। সাউ রং হোলি গিফট উইথ মিনাকারী বালতি পিচকারি অ্যান্ড টু এম্পটি বোলস-

সাউ রং ব্র্যান্ডের প্লাস্টিক মেটিরিয়ালের এই হোলি আইটেমগুলি গোল শেপের। হোলিতে কাউকে যদি কিছু গিফট করতে চান তাহলে এটি দিতে পারেন।

দাম- ২৯৯ টাকা।

৩। পার্টি প্রপজ কালারফুল হ্যাপি হোলি ব্যানার-

পার্টি প্রপজ কার্ডস্টক এইগুলি দিয়ে হোলিতে সাজানোর জন্য খুব সুন্দর করে লাগিয়ে সাজাতে পারেন।

দাম- ১৭৫ টাকা।

৪। পার্টি প্রপজ প্রিন্টেড হোলি বেলুন্স-

প্রিন্টেড হোলি বেলুন্স প্যাকেটে ৩০ টি পেয়ে যাবেন। রাবার মেটিরিয়ালের এই বেলুন্সগুলি মাল্টিকালারের।

দাম- ২২৭ টাকা।

৫। টয়শিন হোলি ওয়াটার বেলুন্স-

টয়শিন ব্র্যান্ডের মাল্টিকালারের এই ওয়াটার বেলুন্সগুলি ২২২ টি পেয়ে যাবেন প্যাকেটে।

দাম- ৪৫০ টাকা।

৬। ইন্ডিগিফটস হোলি স্পেশাল মাল্টিকুশন কভার-

কটনের এই মাল্টিকুশন কভারটি থ্রো পিলো টাইপ্স।

দাম- ২৯৯ টাকা।

৭। এমবি ফগ কালারস ইকো-ফ্রেন্ডলি ফগ কালার হোলি-

একেবারে ক্যামিকেল বিহীন ৫ টি মাল্টিকালারের ও ৫ প্যাকেট ফগ কালারস পেয়ে যাবেন।

দাম- ১৯৯ টাকা।

৮। ক্র্যাফট ভাটিকা নিওন বডি পেন্ট ফর হোলি ফেস্টিভেল-

ক্র্যাফট ভাটিকা ব্র্যান্ডের এই বডি পেন্টটি মাল্টিকালারের।

দাম- ২৭৫ টাকা।

৯। স্যানভাস্তার ফ্যান্সি মাল্টিকালার হোলি টিশার্ট ফর ফিমেল/ উইমেন-

রেগুলার ফিট হোলি টিশার্টটি পুরো কটনের।

দাম- ২৭০ টাকা।

১০। মল্টেড হোলি টিশার্ট ফর মেন-

রেগুলার ফিট এই টিশার্টটি ১০০ শতাংশ পলিয়েস্টারের।

দাম- ২৪৯ টাকা।

কেনাকাটা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইনে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version