Home খবর রাজ্য সাগরদিঘি হাতছাড়া হচ্ছে তৃণমূলের? ব্যবধান ক্রমশ বাড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী

সাগরদিঘি হাতছাড়া হচ্ছে তৃণমূলের? ব্যবধান ক্রমশ বাড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী

0

সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল একপ্রকার নিশ্চিত। নবম রাউন্ড গণনার শেষে ১২ হাজারের বেশি ভোটে এগোলেন কংগ্রেস প্রার্থী। অনেকটাই পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী।

তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। বাম-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করায় এ বার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন বাইরন বিশ্বাস, পদ্মশিবিরের প্রার্থী ছিলেন দিলীপ সাহা।

২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফুটেছিল। তবে এ বার আসনটি ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। ফলাফলের প্রবণতা দেখে বাইরন বিশ্বাস বলেন, “দু’টি অঞ্চল নিয়ে ভয় ছিল। সেখানে আমরা এগিয়ে গিয়েছি। চিন্তার কোনো ব্যাপার নেই। আমরা সব জায়গাতেই এগিয়ে যাব। জনগণ জবাব দিয়েছেন। আমরা জিতলে কারও সঙ্গে আঁতাঁত করব না”।

কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, “সাগরদিঘির যে ফলাফল তা প্রমাণ করছে রাজ্যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অপরাজেয় শক্তি নয়। এমন নয় যে তাদের পরাজিত করা যায় না। এখানকার মানুষ তা প্রমাণ করে দিল।”

সাগরদিঘি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫। মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। গত সোমবারই ভোটগ্রহণ হয় সাগরদিঘিতে। এই উপ নির্বাচনে ভোট পড়েছে ৭৫.১৮ শতাংশ। এ বার ২৪৬টি বুথ। ১৬টি টেবিলে মোট ১৬টি রাউন্ড গণনা করা হবে।

আপডেট আসছে…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version