ভারতের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Honor X7c 5G। সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ফিচার নিয়ে লঞ্চ হয়েছে স্মার্টফোনের এই মডেলটি। শক্তিশালী Snapdragon 4 Gen 2 প্রসেসর, দৈঘ্য সময় ধরে পাওয়ার দেওয়া ৫,২০০ mAh ব্যাটারি এবং আকর্ষণীয় ডিসপ্লে–সব মিলিয়ে ক্রেতাদের জন্য এটি একটি বাজেট ফ্রেডলি অফার হতে চলেছে।
কত দাম ও কোথায় পাওয়া যাবে
Honor X7c 5G–এর ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹১৪,৯৯৯। ফোনটি এক্সক্লুসিভভাবে Amazon India–তে পাওয়া যাবে। বিক্রি শুরু হবে আগামী সপ্তাহেই। রঙের দুটি বিকল্প থাকছে—Forest Green এবং Moonlight White।
প্রধান স্পেসিফিকেশন
- প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 (4nm)
- ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি FHD+ LCD স্ক্রিন, ১২০Hz রিফ্রেশ রেট, ৮৫০ nits ব্রাইটনেস
- RAM ও স্টোরেজ: ৮GB RAM (ভার্চুয়াল RAM সহ সর্বোচ্চ ১৬GB) + ২৫৬GB স্টোরেজ
- ক্যামেরা: ৫০MP প্রাইমারি + ২MP ডেপথ সেন্সর; সামনে ৫MP সেলফি ক্যামেরা
- ব্যাটারি: ৫,২০০ mAh, ৩৫W ফাস্ট চার্জিং
- সফটওয়্যার: MagicOS 8.0 (Android 14 ভিত্তিক)
- অন্যান্য ফিচার: IP64 রেটিং, ডুয়াল স্পিকার, ৩.৫mm হেডফোন জ্যাক, সাইড–মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বিশেষ আকর্ষণ
Honor দাবি করেছে, এই ফোন একবার চার্জে টানা ২৪ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৪৬ ঘণ্টা কল টাইম দিতে সক্ষম। Ultra Power Saving মোডে মাত্র ২ শতাংশ চার্জে ৭৫ মিনিট কল করা যাবে। ফোনটির ওজন মাত্র ১৯৩ গ্রাম এবং এটি SGS Drop & Crush সার্টিফায়েড, অর্থাৎ হালকা ধাক্কা বা পড়ে যাওয়া থেকেও সুরক্ষিত।
কোথায় পাওয়া যাবে?
Honor X7c 5G কেবলমাত্র Amazon India–তেই এক্সক্লুসিভভাবে পাওয়া যাবে। Amazon-এ Honor X7c 5G দেখতে এখানে ক্লিক করুন (লঞ্চ অফার লাইভ হলে সরাসরি কিনতে পারবেন)।
আরও পড়ুন: কম দামে শক্তিশালী ব্যাটারি ও 5G সহ বাজারে এলো Lenovo Idea Tab