বিখ্যাত বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যামসাঙ তাদের ‘এম’ সিরিজের অধীনে নয়া মডেলের স্যামসাঙ গ্যালাক্সি এম৩৫ ৫জি (Samsung Galaxy M35 5G) স্মার্টফোন ভারতের বাজারে এনেছে। এই ফোনে ৬০০০ মিলিয়ামপেয়ার-আওয়ার (6000mAh) ব্যাটারি, ৮ জিবি র্যাম (8GB RAM), ২৫৬ জিবি (256GB) স্টোরেজ, সুপার এমোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ-সহ বেস মডেলের দাম ১৬৯৯৯ টাকা। তবে স্যামসাঙ জানিয়েছে এই ফোনে ১০০০ টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ফলে ছাড়-সহ এই মডেল কিনতে দাম পড়বে ১৫৯৯৯ টাকা। এই ফোনটি মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে রঙে স্যামসাঙের ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন ও বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যাচ্ছে।
স্যামসাঙ গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে সাড়ে ৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
এ ছাড়াও, ২.৪ গিগা হার্ৎজ (2.4GHz) ক্লক স্পিডযুক্ত এক্সিনস ১৩৮০ (Exynos 1380) অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। স্যামসাঙের এই ফোনে ৮ জিবি র্যাম (8GB RAM), ৮ জিবি ভার্চুয়াল র্যাম (8GB virtual RAM) এবং ২৫৬ জিবি (256GB) ইন্টারনাল স্টোরেজ রয়েছে। উন্নত মানের ছবি তোলার জন্য নয়া মডেলের স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস (OIS) ফিচার-সহ ৫০ মেগাপিক্সেল অ্যান্টি শেক প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ এমপি (13MP) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ২৫ ওয়াট (25W) ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬০০০ মিলিয়ামপেয়ার-আওয়ার ব্যাটারি রয়েছে। স্যামসাঙের নয়া মডেলের স্মার্টফোন অ্যান্ড্রোয়েড ১৪ (Android 14) এবং ওয়ান ইউআই ৬.১ (One UI 6.1) অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৪ বছর ওএস আপডেট এবং ৫ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এ ছাড়াও এই ফোনে ডুয়েল সিম, ৫জি (5জি), ৪জি (4জি), ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ঘাম, জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য আইপি৬৭ রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার এবং এনএফসি রয়েছে।
আরও পড়ুন
ভারতের বাজারে এল নিকনের অত্যাধুনিক সেন্সরযুক্ত ক্যামেরা