আমরা প্রত্যেকেই প্রিয়জনের সঙ্গে কাটানো ব্যক্তিগত স্মরণীয় প্রিয় মুহুর্তকে ক্যামরাবন্দি করে ছবির আকারে রেখে দিতে ভালোবাসি। কিন্তু ছবি তুলে রেখে দিলেই তো হবে না। পারিবারিক জীবনে সুখ, সাচ্ছন্দ্য, খুশিকে বজায় রাখতে বাড়ির কোন দিকে পারিবারিক সবার সঙ্গে তোলা ছবি রাখবেন? কী বলছে বাস্তুশাস্ত্র?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পরিবারের সবার সঙ্গে হাসিখুশি ছবি রাখলে পরিবারে সুখ, সমৃদ্ধি ও বাড়িতে খুশি বজায় থাকে। পরিবারে সব সদস্যের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বজায় থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে পারিবারিক ছবি রাখবেন?
উত্তর পূর্ব দিকের পূর্ব অংশে ছবি রাখলে বাড়িতে ইতিবাচক ভাইব্রান্ট এনার্জি পাওয়া যায়। সবার মনে আনন্দ থাকে।
পূর্ব দিকে আপনার কোনো কৃতিত্ব বা সম্মান অর্জনের ছবি রাখলে কাজের পরিধি বা সুযোগ বাড়ে। জীবনে উন্নতি হয়।
বাড়ির উত্তর দিকে পারিবারিক ছবি রাখলে কেরিয়ারে ইতিবাচক উন্নতি হয়। ভালো কাজের সুযোগ আসে।
উত্তর পশ্চিম দিকে পারিবারিক ছবি রাখলে প্রত্যেক সদস্যের মধ্যে সহযোগিতার ভাব তৈরি হয়। পারিবারিক বন্ধন দৃঢ় হয়।
উত্তর পশ্চিম দিকের উত্তর অংশে দম্পতির ছবি রাখলে নিজেদের মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হয়।
বাড়ির দক্ষিণ দিকে পারিবারিক ছবি রাখলে সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়ে।
বাড়ির পূর্ব দিকে পারিবারিক ছবি রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে বাড়িতে। নতুন সূচনা, উন্নতি হয় জীবনে।
আরও পড়ুন
অন্দরসজ্জার জন্য তো কার্পেট বিছোবেন, কিন্তু তার যত্ন করবেন কীভাবে