ভারতের বাজারে চলে এল নয়া মডেলের স্মার্ট টিভি। TCL বিশ্বের সবচেয়ে বড়ো স্মার্ট টিভি বাজারে আনল, যা সিনেমাহলের মতো অভিজ্ঞতা দেবে। ভারতে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। নতুন টিসিএল স্মার্ট টিভির স্ক্রিন প্রায় ৮ ফুট চওড়া। এই টিভির উচ্চতা ৫ ফুটের কাছাকাছি এবং স্ট্যান্ডে লাগানোর পর এর উচ্চতা ৬ ফুটের কাছাকাছি হবে। টিসিএল এক্স৯৫৫ ম্যাক্স স্মার্ট টিভিটি অত্যন্ত পাতলা। তবে টিভিটি পাতলা হলেও এর ওজন ৯০ কিলোর কাছাকাছি।
টিসিএলের সবচেয়ে বড় স্মার্ট টিভিতে ১১৫ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে রয়েছে ভিএ স্ক্রিন এ+++ বাটারফ্লাই উইং স্টার স্ক্রিন এবং এর কনট্রাস্ট রেশিও ৭০০০:১। এই বিশেষ ডিসপ্লেটি লিকুইড ক্রিটাল লেয়ারেথ মাধ্যমে তৈরি করা হয়েছে। এই স্মার্ট টিভিতে আছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম সাপোর্ট এবং এতে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন কোটিং পাওয়া যাবে। সাউন্ডের জন্য এতে ৬.২.২ চ্যানেল ডলবি অ্যাটমস স্পিকার সিস্টেম এবং ব্রডকাস্টিংয়ের জন্য এটিএসসি ৩.০ টিউনার রয়েছে।
নতুন টিভিটি রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং অফলাইন রিটেল স্টোরের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো অনলাইন ই-কমার্স প্লাটফর্ম থেকেও কেনা যাবে। ভারতে এর দাম রাখা হয়েছে ২৯,৯৯,৯৯০ টাকা। প্রি-বুকিং অফারে ক্রেতারা ৭৫ ইঞ্চি কিউএলইডি টিভি পাবেন একদম বিনামূল্যে।
টিসিএলের অন্যান্য স্মর্ট টিভি কিনতে পারেন অ্যামাজন থেকে
TCL 189 cm (75 inches) Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV 75V6B (Black)
TCL 164 cm (65 inches) 4K Ultra HD Smart QLED Google TV 65C61B (Black)
TCL 248 cm (98 inches) 4K Ultra HD Smart LED Google TV 98P745 (Black)