ভারতের বাজারে Vivo T3 Pro 5G নামে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 5500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনল। Vivo
T3 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এনেছে। 8GB RAM + 128GB স্টোরেজযুক্ত ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। 8GB RAM + 256GB স্টোরেজযুক্ত ফোনের দাম ২৬,৯৯৯ টাকা। ২টি ফোন স্যান্ডস্টোন অরেঞ্জ এবং এমারেল্ড গ্রিন রঙে মিলবে।
উভয় মডেলে কোম্পানির পক্ষ থেকে HDFC এবং ICICI ব্যাঙ্ক গ্রাহকদের ৩ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ব্যাঙ্ক অফার ছাড়া ৩ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাসের অফারও দেওয়া হচ্ছে। এ ছাড়াও ৬ মাসের জন্য নো কস্ট ইএমআই (EMI) অপশনও মিলবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ই-কমার্স শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোন কেনা যাবে।
Vivo T3 Pro 5G স্মার্টফোনে অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি 6.77 ইঞ্চির 3ডি কার্ভ ডিসপ্লে রয়েছে। এ ছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। পাশাপাশি, Vivo T3 Pro 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর এবং গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে অ্যাড্রিনো 720 জিপিইউ রয়েছে।
উন্নত মানের ছবি তোলার জন্য Vivo T3 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং অন্য লেন্স 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফিচার রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন
ভারতের বাজারে এআই ফিচারযুক্ত ল্যাপটপ আনল Acer