অজন্তা চৌধুরী
সমাজে নানাবিধ সুযোগসুবিধা থেকে বঞ্চিত মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে সমাজ সেবামূলক সংস্থা ‘সহায় ফাউন্ডেশন’। সারা দেশে এই ধরনের কাজের পাশাপাশি সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রেও সমান ভাবে দায়বদ্ধ এই সংস্থা। আগামী প্রজন্মের প্রতিভাকে গড়ে তোলার জন্য বরাবরই উদ্যোগ নিয়ে এসেছে তারা। এ বছরটিও তার ব্যতিক্রম হল না।

আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে ‘সহায় ফাউন্ডেশন’ নির্মাণ করল ‘পুজোর গান’ (মিউজিক ভিডিও)। ঝলক ইনফোটেনমেন্ট-এর সঙ্গে যৌথ প্রযোজনায় ঐতিহ্যবাহী পাথুরিয়াঘাটা রাজবাড়িতে শুটিং হয়ে গেল বছরের পুজোর গানের ভিডিও ‘বলো দুগ্গামাঈ কি’-র।
এই মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে সারেগামা ইন্ডিয়া। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি, দেবলীনা কুমার, গৌরব চ্যাটার্জি, সুস্মিতা চ্যাটার্জি, জন ভট্টাচার্য, রূপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ শিল্পী।
গানগুলি লিখেছেন সোমরাজ দাস এবং সুরকার ও সংগীত পরিচালক দেবাঞ্জন। গানগুলি গেয়েছেন এই সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেষ্ঠা দাস, যিনি ইতিমধ্যেই ‘বহুরূপী’ ছবির ‘ডাকাতিয়া বাঁশি’ গানটির জন্য বিশেষভাবে পরিচিত।