Home গান-বাজনা সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

সহায় ফাউন্ডেশনের ‘রবীন্দ্রোৎসব’-এ বিশিষ্টজনেরা।

অজন্তা চৌধুরী

সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত সৃষ্টিধারাকে আশ্রয় করে ছিল এই নিবেদন। এই উপস্থাপনায় কবিগুরুর কবিতা, সংগীত ও নাট্যভাবনার এক অভিনব মেলবন্ধন ঘটে।

অনুষ্ঠানের প্রথম পর্বের নাম ছিল ‘প্রাণের মানুষ’। এই পর্বে যোগ দেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রমিতা মল্লিক, পূর্ণিমা ঘোষ, শাশ্বতী গুহ ঠাকুরতা ও উপালী চট্টোপাধ্যায়। এক অভিনব ও হৃদয়স্পর্শী মঞ্চ পরিকল্পনার মাধ্যমে পরিবেশিত হয় এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সৃষ্টিকে অবলম্বন করে শিল্পীরা নিজস্ব শৈলীতে প্রদান করেন তাঁদের উপস্থাপনা।

দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ও নৃত্যনাট্য অবলম্বনে একটি মৌলিক উপস্থাপনা, ‘পরিবর্তন প্রবর্তন’। অংশগ্রহণে ছিলেন মৌনিতা চট্টোপাধ্যায়, সৃজন চট্টোপাধ্যায়। এ ছাড়াও একটি বৃহৎ নৃত্যদল ও সুরসমন্বিত কোরাসের সহযোগিতায় মঞ্চস্থ হয় এই পরিবেশনাটি, যা দর্শকদের চেতনায় এক প্রবল নাড়া দেয়।

মঞ্চস্থ হল ‘পরিবর্তন প্রবর্তন’।

পরিবর্তন ও নবজাগরণের ভাবনাকে কেন্দ্র করে নির্মিত ‘পরিবর্তন প্রবর্তন’ শীর্ষক নৃত্যনাট্যে রবীন্দ্রভাবনার আধুনিক ব্যাখ্যা প্রকাশ পায়। আলোকসজ্জা, আবহসংগীত ও নৃত্য ও নাট্যের অপূর্ব সামঞ্জস্যে সৃষ্টি হয় এক অনন্য শিল্পানুষ্ঠান। এই প্রযোজনাটির মাধ্যমে দর্শককে মন্ত্রমুগ্ধ করেছেন মৌনিতা চট্টোপাধ্যায় এবং সৃজন চট্টোপাধ্যায়। মুগ্ধ করে সৃজনের উদাত্ত কণ্ঠে রবীন্দ্রগান এবং মৌনিতার মর্মস্পর্শী বাচিক উপস্থাপনা। এক কথায় এই প্রথম বার এমন একটি ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চস্থ হল কলকাতায়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমাজ ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা: সহায় ফাউন্ডেশনের চেয়ারম্যান দেবাঞ্জন দেব, প্রবাদপ্রতিম সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ্যের রাজস্ব দফতরের আধিকারিক মনামী বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আব্দুস সালাম, বিশিষ্ট শিল্পপতি প্রকাশরঞ্জন শ্রীবাস্তব। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

এ দিনের অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘ঝলক’ নামে একটি নতুন বাংলা ইনফোটেনমেন্ট অ্যাপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব, রাকেশ রঞ্জন শ্রীবাস্তব ও দেবাঞ্জন দেবের মেধা ও পরিকল্পনায় নির্মিত এই বাংলা অ্যাপটি, যা বাংলা ওটিটি জগতের প্রেক্ষাপটে আমূল বদল আনতে সক্ষম হবে বলে সকলের বিশ্বাস। খবর, বিনোদন এবং একগুচ্ছ নতুন চিন্তাভাবনার উদ্দীপক বিষয়ের মাধ্যমে ‘ঝলক’ হয়ে উঠবে এক সম্পূর্ণ প্ল্যাটফর্ম। এই অ্যাপটি ১৫ আগস্ট, ২০২৫ থেকে Google Play Store ও Apple App Store-এ ডাউনলোডের জন্য পাওয়া যাবে।

আরও পড়ুন

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version