Home গান-বাজনা সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে ভরতনাট্যম-ওড়িশি-কথক ও রাগসংগীত  

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে ভরতনাট্যম-ওড়িশি-কথক ও রাগসংগীত  

কলকাতা: প্রতি বছরের মতো এবারেও সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজন করছে সংগীতের আসর ‘মূর্চ্ছনা’। এবারের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে নবীন-প্রবীণ মেলবন্ধনে রাগসংগীত বৈঠক। রবিবার ৮ জুন সন্ধ্যা ৬টায় ওই বৈঠক বসছে সাবর্ণ পরিবারের ঐতিহ্যপূর্ণ কালীকিংকর ভবনের দুর্গাদালানে।   

বছরভর নানা অনন্য অনুষ্ঠানের আয়োজন করে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। বাদ যায় না সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসও। ৫ জুন এই প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ‘মুচ্ছর্না’র মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপন করা হয়। এ বছর ৮ জুনের অনুষ্ঠানে থাকবে ভরতনাট্যম, ওড়িশি ও কথক নৃত্য পরিবেশন, দাদরা, ঠুমরি, খেয়াল ও ভজন পরিবেশন এবং তবলা বাদন।  

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, এ বারের অনুষ্ঠানে ভরতনাট্যম পরিবেশন করবেন স্নেহাতা বড়ুয়া, ওড়িশি পরিবেশন করবেন মহাশ্বেতা রায় চৌধুরী এবং কথক পরিবেশন করবেন নন্দিতা মণ্ডল ও অর্পিতা পাণ্ডে রায় চৌধুরী। দাদরা, ঠুমরি এবং ভজন পরিবেশন করবেন ড. মহুয়া নন্দী এবং খেয়াল ও ভজন পরিবেশন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবলায় সংগত করবেন পীযূষ ব্যানার্জি। 

‘মূর্চ্ছনা ২০২৫’ আয়োজনে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদকে সহযোগিতা করছে নিউ আলিপুর কলেজ। নলেজ পার্টনার বেহালা কলেজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দীপশিখা চৌধুরী। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেরা সে দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version