Homeখেলাধুলোবিরাটরাজের প্রত্যাবর্তনের পর বুমরাহর জাদু, পার্‌থ জয় শুধু সময়ের অপেক্ষা

বিরাটরাজের প্রত্যাবর্তনের পর বুমরাহর জাদু, পার্‌থ জয় শুধু সময়ের অপেক্ষা

প্রকাশিত

৪৯২ দিন পর শতরান পাওয়া বিরাট কোহলি এবং দিনের শেষে জসপ্রীত বুমরাহর জাদুতে পার্‌থ টেস্ট জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে গিয়েছে ভারত। সোমবার, টেস্টের চতুর্থ দিনই এই টেস্টের মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রবিবার অবশ্য দিনের শুরুতে বিরাট বা বুমরাহ নন, রাজ করে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। দিনের শুরুতেই হেজেলউডের বাউন্সারে ব্যাটটা আলত করে ছুঁয়ে দিয়ে শতরান করেন তিনি। তারপর তাঁকে থামানো যায়নি। ওপেনিং জুটিতে ২০০ রান ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রাহুলকে। কিন্তু যশস্বীর ধৈর্য কোনো কিছুর কাছেই হার মানেনি।

যশস্বী অভিষেক করেছেন গত বছর জুলাইয়ে। তার পর থেকে টেস্টে তাঁর চারটে শতরান হয়ে গিয়েছে। প্রত্যেক বারই সেই স্কোর দেড়শোর ওপারে নিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ বড়ো ইনিংস খেলা তাঁর রক্তে রয়েছে। তবে এ দিন যশস্বীর বড়ো রানের পাশাপাশি পার্‌থ উদযাপন করল বিরাট কোহলির প্রত্যাবর্তনও।

তাৎপর্যপূর্ণ ভাবে বিরাট যেদিন শেষবার টেস্ট শতরান করেছিলেন, যশস্বী জয়সওয়াল বলে কেউ তখন ভারতীয় দলের ধারেকাছে আসেননি। ৪৯২ দিন পর রবিবারকেই বিরাট বেছে নিলেন শতরানটি করার জন্য। দলের কথা ভেবে নিঃস্বার্থ ভাবে ব্যাট করে গিয়েছেন বিরাট। রান এসেছে দ্রুতগতিতে তাঁর ব্যাট করে। মাত্র ১৪৩ বলে শতরান পূর্ণ করেন তিনি।

শতরানের প্রায় সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। মাত্র পাঁচ ওভার সামলাতে হত অস্ট্রেলিয়াকে। কিন্তু তাতেও যে তারা এ ভাবে ব্যর্থ হবে, কল্পনাও করা যায়নি। যথারীতি অজি ব্যাটিংয়ে চরমতম ধাক্কা দেন বুমরাহ। তাঁর বলে ফিরে যেন অভিষেককারী ওপেনার ন্যাথান ম্যাকসুইনি। দিন শেষ হয়ে আসছে দেখে অজি অধিনায়ক প্যাট কামিন্স, নিজেই নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। এর পর দিনের শেষ বলে মার্নাস লাবুশানেকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চূড়ান্ত ধাক্কা দেন বুমরাহ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।