Homeখেলাধুলোবিরাটরাজের প্রত্যাবর্তনের পর বুমরাহর জাদু, পার্‌থ জয় শুধু সময়ের অপেক্ষা

বিরাটরাজের প্রত্যাবর্তনের পর বুমরাহর জাদু, পার্‌থ জয় শুধু সময়ের অপেক্ষা

প্রকাশিত

৪৯২ দিন পর শতরান পাওয়া বিরাট কোহলি এবং দিনের শেষে জসপ্রীত বুমরাহর জাদুতে পার্‌থ টেস্ট জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে গিয়েছে ভারত। সোমবার, টেস্টের চতুর্থ দিনই এই টেস্টের মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রবিবার অবশ্য দিনের শুরুতে বিরাট বা বুমরাহ নন, রাজ করে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। দিনের শুরুতেই হেজেলউডের বাউন্সারে ব্যাটটা আলত করে ছুঁয়ে দিয়ে শতরান করেন তিনি। তারপর তাঁকে থামানো যায়নি। ওপেনিং জুটিতে ২০০ রান ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রাহুলকে। কিন্তু যশস্বীর ধৈর্য কোনো কিছুর কাছেই হার মানেনি।

যশস্বী অভিষেক করেছেন গত বছর জুলাইয়ে। তার পর থেকে টেস্টে তাঁর চারটে শতরান হয়ে গিয়েছে। প্রত্যেক বারই সেই স্কোর দেড়শোর ওপারে নিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ বড়ো ইনিংস খেলা তাঁর রক্তে রয়েছে। তবে এ দিন যশস্বীর বড়ো রানের পাশাপাশি পার্‌থ উদযাপন করল বিরাট কোহলির প্রত্যাবর্তনও।

তাৎপর্যপূর্ণ ভাবে বিরাট যেদিন শেষবার টেস্ট শতরান করেছিলেন, যশস্বী জয়সওয়াল বলে কেউ তখন ভারতীয় দলের ধারেকাছে আসেননি। ৪৯২ দিন পর রবিবারকেই বিরাট বেছে নিলেন শতরানটি করার জন্য। দলের কথা ভেবে নিঃস্বার্থ ভাবে ব্যাট করে গিয়েছেন বিরাট। রান এসেছে দ্রুতগতিতে তাঁর ব্যাট করে। মাত্র ১৪৩ বলে শতরান পূর্ণ করেন তিনি।

শতরানের প্রায় সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। মাত্র পাঁচ ওভার সামলাতে হত অস্ট্রেলিয়াকে। কিন্তু তাতেও যে তারা এ ভাবে ব্যর্থ হবে, কল্পনাও করা যায়নি। যথারীতি অজি ব্যাটিংয়ে চরমতম ধাক্কা দেন বুমরাহ। তাঁর বলে ফিরে যেন অভিষেককারী ওপেনার ন্যাথান ম্যাকসুইনি। দিন শেষ হয়ে আসছে দেখে অজি অধিনায়ক প্যাট কামিন্স, নিজেই নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। এর পর দিনের শেষ বলে মার্নাস লাবুশানেকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চূড়ান্ত ধাক্কা দেন বুমরাহ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।