সঞ্জয় হাজরা
টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের চূড়ান্ত বাছাই পর্ব মঙ্গলবার কলকাতায় সম্পন্ন হল। এই আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের লটারি অনুষ্ঠিত হল মহানগরীর এক পাঁচ তারা হোটেলে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে বুধবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে আগামী রবিবার ১৭ নভেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতায় যোগদানকারী দাবাড়ুরা।
ভারত ও বিশ্বের অন্যান্য দেশের প্রথম সারির দাবাড়ুরা এই দাবা প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। বিশ্বের প্রথম সারির পাঁচ জন পুরুষ এবং পাঁচ জন মহিলার পাশাপাশি ভারতেরও প্রথম সারির পাঁচ জন পুরুষ এবং পাঁচ জন মহিলা দাবাড়ু এই প্রতিযোগিতায় থাকছেন।
অনীশকে নিয়ে প্রজ্ঞানানন্দ।
র্যাপিড এবং ব্লিৎজ, এই দুই বিভাগে চলবে এই প্রতিযোগিতা। বিগত ১৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা বর্তমান বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন থাকছেন এই প্রতিযোগিতায়। তা ছাড়াও ভারতের রমেশবাবু প্রজ্ঞানানন্দ, ভিদিত গুজরাতি, কনেরু হাম্পি আর বৈশালী-সহ একাধিক তারকা এতে যোগ দিচ্ছেন। ভারতের বিস্ময়কর প্রতিভা কনিষ্ঠ দাবাড়ু কলকাতার অনীশ সরকারকে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল।
ছবি: প্রতিবেদক