Homeখেলাধুলোবুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ষষ্ঠ টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ষষ্ঠ টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

প্রকাশিত

সঞ্জয় হাজরা

টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের চূড়ান্ত বাছাই পর্ব মঙ্গলবার কলকাতায় সম্পন্ন হল। এই আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের লটারি অনুষ্ঠিত হল মহানগরীর এক পাঁচ তারা হোটেলে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে বুধবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে আগামী রবিবার ১৭ নভেম্বর পর্যন্ত।   

প্রতিযোগিতায় যোগদানকারী দাবাড়ুরা।

ভারত ও বিশ্বের অন্যান্য দেশের প্রথম সারির দাবাড়ুরা এই দাবা প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। বিশ্বের প্রথম সারির পাঁচ জন পুরুষ এবং পাঁচ জন মহিলার পাশাপাশি ভারতেরও প্রথম সারির পাঁচ জন পুরুষ এবং পাঁচ জন মহিলা দাবাড়ু এই প্রতিযোগিতায় থাকছেন।  

অনীশকে নিয়ে প্রজ্ঞানানন্দ।

র‍্যাপিড এবং ব্লিৎজ, এই দুই বিভাগে চলবে এই প্রতিযোগিতা। বিগত ১৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা বর্তমান বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন থাকছেন এই প্রতিযোগিতায়। তা ছাড়াও ভারতের রমেশবাবু প্রজ্ঞানানন্দ, ভিদিত গুজরাতি, কনেরু হাম্পি আর বৈশালী-সহ একাধিক তারকা এতে যোগ দিচ্ছেন। ভারতের বিস্ময়কর প্রতিভা কনিষ্ঠ দাবাড়ু কলকাতার অনীশ সরকারকে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল।

ছবি: প্রতিবেদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।