Homeখেলাধুলোশুটিংয়ে ভারতের আরেকটি পদক, এশিয়াডে রুপো জিতলেন অনন্তজিত সিং

শুটিংয়ে ভারতের আরেকটি পদক, এশিয়াডে রুপো জিতলেন অনন্তজিত সিং

প্রকাশিত

শুটিংয়ে আরও একটি পদক পেল ভারত। স্কিটে রৌপ্য পদক জিতেছেন অনন্তজিত সিং। সকাল থেকেই শুটিংয়ে ভারতের হয়ে পদকের বৃষ্টি হচ্ছে।

শুধু তাই নয়, স্কিট শুটিংয়ে ব্রোঞ্জ মেডেলও পেয়েছে ভারত। পুরুষদের দলগত ইভেন্টে এই পদক জিতেছে ভারত। অঙ্গদ বীর সিং বাজওয়া, অনন্তজিত সিং এবং গুরজোত সিংয়ের ভারতীয় দল এই পদক জিতে নেয়।

অন্য দিকে, ইতিহাস গড়েছেন ১৮ বছর বয়সী ইশা সিং। তিনি ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতে রেকর্ড গড়েছেন। এ দিন শুটিংয়ে ভারতের ঝুলিতে আসছে পদকের পর পদক। তবে মনু ভাকর এই ইভেন্টে পদক জিততে পারেননি।

এ ছাড়াও সেলিংয়ে ভারত এ দিন পদক পেয়েছে। পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বিষ্ণু সারাভানন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২২টি।

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পঞ্চম সোনা এসেছে এ দিনই। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফট কউর সামরা।

এ দিন মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের সিঙ্গলস ফাইনালে এসেছে জোড়া পদক। সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সিফট কউর সামারা সোনা আর ব্রোঞ্জ জিতলেন আশি চোকসি। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় আশির। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট।

প্রসঙ্গত, শিফট সামরা, আশি চোকসি, মানিন কৌশিক জুটি দিনের প্রথম পদক জেতেন। সেখান থেকে সিঙ্গলসের ফাইনালে প্রবেশ করেন শিফট সামারা ও আশি চোকসি। মানিন কৌশিক প্রবেশ করতে পারেননি। সিঙ্গলস ফাইনালে নেমে শুরু থেকেই দাপট দেখা যায় ভারতের।

আরও পড়ুন: এশিয়ান গেমস: শ্যুটিং-এ ২টো সোনা আনল ভারতের মেয়েরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

আরও পড়ুন

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...