Home খেলাধুলো এশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা...

এশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন

0

ভারত: মনপ্রীত সিং, হরমনপ্রীত সিং (২), অমিত রুইদাস এবং অভিষেক জাপান: সেরেন তানাকা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বার এশিয়ান গেমসে সোনা। শুক্রবার জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। এটা এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের চতুর্থ সোনা। সেইসঙ্গে সরাসরি প্যারিস অলিম্পিক্সের টিকিট জোগাড় করে ফেলল টিম ইন্ডিয়া।

এ বারের এশিয়ান গেমস দাপটের সঙ্গে শুরু করেছিল ভারত। উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ১৬ গোল করে দিয়েছিলেন মনদীপ-মনপ্রীতরা। এর আগে পুল রাউন্ডেও ভারত ও জাপান মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত জিতেছিল ৪-২ গোলে। সেই ছন্দের একবার পতন দেখা যায়নি। জাপানের বিরুদ্ধে শুধু ফাইনাল নয়, গ্রুপ লিগের ম্যাচেও জিতেছিল ভারত। ফাইনালে তারই অ্যাকশন রিপ্লে দেখা গেল।

এ দিন ভারতের হয়ে গোল করেন মনপ্রীত সিং (২৫ মিনিট), হরমনপ্রীত সিং (৩২ মিনিট এবং ৫৯ মিনিট), অমিত রুইদাস (৩৬ মিনিট) এবং অভিষেক (৪৮ মিনিট)। জাপানের একমাত্র গোল করেন সেরেন তানাকা (৫১ মিনিট)।

খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল করেন জাপানের তানাকা। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত হয়ে যায়।

প্রসঙ্গত, একটা সময় ভারতীয় হকি টিম একের পর এক ইতিহাস তৈরি করেছে অলিম্পিকে। অন্য দিকে, ১৯৬৬ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে প্রথম বার সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় সোনা এসেছিল সেই ব্যাঙ্ককেই। সেজন্য অপেক্ষা করতে হয়েছিল ৩২ বছর। ১৯৯৮ সালে দ্বিতীয় সোনা জিতেছিল। তৃতীয় সোনা জিতেছিল ২০১৪ সালে। আর চতুর্থ সোনা এল আজ।

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version