Home খেলাধুলো এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

0

বৃহস্পতিবার এশিয়াডের পঞ্চম দিন। রুপো দিয়ে শুরু, তার পরেই সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টের শীর্ষে থাকার পরে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)-এ ভারতের হয়ে ষষ্ঠ স্বর্ণপদক জিতলেন সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল।

সরবজ্যোত, অর্জুন এবং চিমা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। বিশ্লেষকদের মতে, ভারতের তিন প্রতিযোগীকে দেখে প্রথমে বোঝাই যায়নি যে সোনা আসতে পারে। শুরুটা মোটেও ভালো হয়নি সরবজ্যোৎ, অর্জুনদের। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন তাঁরা। মনোঃসংযোগ হারাতে দেখা যায়নি তাঁদের। উল্টে ধীরে ধীরে নিজেদের নিখুঁত করার চেষ্টা করেছেন।

শুধু তাই নয়, সরবজ্যোত সিং এবং অর্জুন সিং চিমা ব্যক্তিগত পদকের দিকেও নজর রেখেছেন। সরবজ্যোত (৫৮০) এবং অর্জুন (৫৭৮) যথাক্রমে পঞ্চম এবং অষ্টম স্থানে রয়েছেন। তাঁরা ব্যাক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন। যা আজ ভারতীয় সময় সকাল ৯টায় শুরু।

এ দিন এর আগেই, উশু তারকা রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি ফাইনালে রুপো জিতলেন। ৬০ কেজি সান্ডা বিভাগে রুপো জিতলেন তিনি।

এখনও পর্যন্ত, এ বারের এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে। পদকপ্রাপ্তির তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন: শুটিংয়ে ভারতের আরেকটি পদক, এশিয়াডে রুপো জিতলেন অনন্তজিত সিং

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version