Homeখেলাধুলোতিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্রকাশিত

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ভারতীয় তিরন্দাজি দলে কামব্যাক করলেন অতনু দাস। সোমবার সাই ইস্টার্ন রিজিওনাল সেন্টারে চার দিনব্যাপী ওপেন সিলেকশন ট্রায়াল শেষ হওয়ার পর নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম ঘোষণা করা হয়।

রিকার্ভ দলে অতনু দাসের সঙ্গে আছেন তার পুরনো সতীর্থ ধীরজ বোম্মদেভরা এবং তরুণদীপ রাই। দলে নতুন সংযোজন পার্থ সওংখে। এই দল প্রথম দুই ওয়ার্ল্ড কাপ স্টেজে অংশ নেবে— স্টেজ I হবে ৮-১৩ এপ্রিল ফ্লোরিডার হেইন্স সিটিতে, আর স্টেজ II হবে ৬-১১ মে সাংহাইতে।

৪০ বছর বয়সেও অভিজ্ঞতার পরিচয় দিয়ে সিকিমের তরুণদীপ রাই দ্বিতীয় স্থানে শেষ করে দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মহিলাদের রিকার্ভ দলে থাকছেন প্যারিস অলিম্পিকের দুই প্রতিনিধি অঙ্কিতা ভকত এবং দীপিকা কুমারী। তাদের সঙ্গে দলে আছেন সিমরনজিৎ কৌর এবং অংশিকা কুমারী।

জাতীয় খেতাব জেতার পর দীপিকা কুমারীর ফর্ম অব্যাহত রয়েছে। তবে প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়ন কমলিকা বাড়ি সামান্য ব্যবধানে সুযোগ হারিয়েছেন। বাংলার বাসন্তী মাহাতোও দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি।

কম্পাউন্ড বিভাগে পুরুষদের দলে শীর্ষে রয়েছেন অভিষেক বর্মা। তবে তারকা তিরন্দাজ রাজস্থান থেকে রাজত চৌহান অষ্টম স্থানে শেষ করে দলে সুযোগ পাননি। মহিলাদের দলে অভিজ্ঞ ভেন্নাম জ্যোতি সুরেখা এবং আদিতি গোপীচাঁদ স্বামীর পাশাপাশি মহারাষ্ট্রের মধুরা ধামানগাঁওকর সবার উপরে থেকে দলে জায়গা করেছেন। এছাড়াও তেলেঙ্গানার তনিপার্থি চিকিথা প্রথমবার সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।

নতুন দল:
রিকার্ভ বিভাগ:

পুরুষদের দল: ধীরজ বোম্মদেভরা, তরুণদীপ রাই, অতনু দাস, পার্থ সওংখে

মহিলাদের দল: অঙ্কিতা ভকত, দীপিকা কুমারী, সিমরনজিৎ কৌর, অংশিকা কুমারী

কম্পাউন্ড বিভাগ:

পুরুষদের দল: অভিষেক বর্মা, ঋষভ যাদব, ওজাস প্রবীণ দেওতালে, উদয় কাঁবোঝ

মহিলাদের দল: মধুরা ধামানগাঁওকর, ভেন্নাম জ্যোতি সুরেখা, তনিপার্থি চিকিথা, আদিতি গোপীচাঁদ স্বামী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।